যায়যায়দিন
রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিকেলে কূটনীতিকদের ব্রিফ করবেন পররাষ্ট্রমন্ত্রী

রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিকেলে কূটনীতিকদের ব্রিফ করবেন পররাষ্ট্রমন্ত্রী

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে বিদেশিদের কাছে সরকারের অবস্থান তুলে ধরার লক্ষ্যে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের পক্ষ থেকে এক কূটনৈতিক ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে। সোমবার (৩০ অক্টোবর) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে। রোববার (২৯ অক্টোবর) রাতে বিদেশি ক‚টনীতিকসহ জাতিসংঘের এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের কাছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো আমন্ত্রণপত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। কয়েকটি সূত্র বলছে, ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে ঘিরে যেসব ঘটনা ঘটেছে, সে বিষয়ে সরকারি ভাষ্য আন্তর্জাতিক স¤প্রদায়ের কাছে তুলে ধরা হবে। বিএনপির সহিংসতা প্রতিহত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পদক্ষেপ সম্পর্কে জানানো হবে। ব্রিফিংয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্যদের গ্রেপ্তারের বিষয়ে বিদেশিরা প্রশ্ন করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া নির্বাচনকালীন সরকার, সংবিধান অনুযায়ী সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানসহ বিভিন্ন বিষয়ে সরকারের সদিচ্ছা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে পুনর্ব্যক্ত করতে পারেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। যাযাদি/ এসএম
Published on: 2023-10-30 06:27:06.333101 +0100 CET

------------ Previous News ------------