যায়যায়দিন
আরও ১০ জনের মৃত্যু ডেঙ্গুতে

আরও ১০ জনের মৃত্যু ডেঙ্গুতে

গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৪৭৬ জনে। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৭৪৮ জন ডেঙ্গুরোগী। বর্তমানে ঢাকাসহ দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ৬ হাজার ৩৭৩ জন রোগী। রোববার (১২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, শনিবার (১১ নভেম্বর) সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া এক হাজার ৭৪৮ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৩৫১ এবং ঢাকার বাইরের এক হাজার ১ হাজার ৩৯৭ জন। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দশজনের মধ্যে ঢাকার বাসিন্দা দুইজন, ঢাকার বাইরের আটজন। যাযাদি/এসএস
Published on: 2023-11-12 14:39:42.020125 +0100 CET

------------ Previous News ------------