যায়যায়দিন
চলছে ৪৮ ঘণ্টার অবরোধ : মিরপুরে ৪ বাসে আগুন

চলছে ৪৮ ঘণ্টার অবরোধ : মিরপুরে ৪ বাসে আগুন

বিএনপি-জামায়াতের সরকারের পদত্যাগের এক দফা দাবিতে ডাকা পঞ্চম দফা অবরোধের আগের দিন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দুটি বাস ও বিআরটিসির ১ টি ও রাত ১১টার অন্য একটি বাসে আগুন দেওয়া হয়েছে। মঙ্গলবার রাতে রাজধানীর মিরপুর-১ নম্বর সেকশনের বেড়িবাঁধের নবাবেরবাগ উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এদিকে মিরপুর ১০ নম্বর এলাকায় একটি বিআরটিসি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিস জানায়, রাত ৮-২৫ মিনিটে আগুনের খবর পায় তারা। তখনই কল্যাণপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়। বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের মিডিয়া অফিসার আবু তালহা জসিম বলেন, মিরপুর ১০ নম্বর এলাকায় বিআরটিসি বাসে আগুন লাগার খবর পাওয়ার পর দুই মিনিটের মাথায় ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে ছুটে যান। মিরপুর ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নেভায়। এ ঘটনায় কোনো হতাহত হয়নি। এছাড়া রাত ১১টা ৩ মিনিটে মিরপুর বেরিবাঁধ দ্বীপনগর এলাকায় শুকতারা পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া অফিসার তালহা বিন জসিম। তিনি জানিয়েছেন, খবর পেয়ে কল্যাণপুর ফায়ার সার্ভিস থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। তারা ঘটনাস্থলে সোয়া এগারোটায় পৌঁছে। পরে আগুন নেভাতে সক্ষম হয়। সরকারের পদত্যাগ, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং গ্রেপ্তার নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবিতে ফের ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধ শুরু হচ্ছে আজ থেকে। চতুর্থ দফার অবরোধে শেষে সোমবার বিকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন। গত ১৫ দিনে এটি বিএনপি এবং সমমনা দলগুলোর ডাকা পঞ্চম দফার অবরোধ হতে যাচ্ছে। নতুন ঘোষণা অনুযায়ী, বুধবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টা সড়ক-রেল-নৌপথে সর্বাত্মক অবরোধ চলবে। গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ পণ্ড হওয়ার পর থেকে ধারাবাহিকভাবে হরতাল ও অবরোধ কর্মসূচি দিয়ে আসছে বিএনপি। যাযাদি/ এস
Published on: 2023-11-15 04:42:40.376959 +0100 CET

------------ Previous News ------------