যায়যায়দিন
হরতালে যান চলাচল স্বাভাবিক থাকবে : পরিবহন মালিক সমিতি

হরতালে যান চলাচল স্বাভাবিক থাকবে : পরিবহন মালিক সমিতি

বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার হরতাল শুরু হচ্ছে রোববার (১৯ নভেম্বর) থেকে । এসময় পণ্য ও যাত্রীবাহী যান চলাচল স্বাভাবিক রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। শনিবার (১৮ নভেম্বর) এ সংক্রান্ত একটি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে, সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ। খন্দকার এনায়েত উল্যাহ বলেন, বিএনপি-জামায়াতের ডাকা রোববার (১৯ নভেম্বর) ও সোমবার (২০ নভেম্বর) হরতাল-অবরোধে ঢাকাসহ সারাদেশে পণ্য ও যাত্রীবাহী পরিবহন চলাচল স্বাভাবিক থাকবে। তিনি জানান, হরতাল-অবরোধে সারাদেশে ১২০টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে। একই সঙ্গে ভাঙচুর করা হয়েছে ২২৫টি গাড়ি। খন্দকার এনায়েত উল্যাহ বলেন, আন্দোলনের নামে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ কোনোভাবেই বরদাস্ত করা যায় না। হরতাল-অবরোধে ক্ষতিগ্রস্ত গাড়ির ক্ষতিপূরণ আগের ন্যায় এবারও দেবেন বলে আমাদের আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী। উক্ত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মসিউর রহমান রাঙ্গা। এর আগে গত বৃহস্পতিবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে হরতালের কর্মসূচি ঘোষণা করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। যাযাদি/এসএস
Published on: 2023-11-18 15:34:53.558921 +0100 CET

------------ Previous News ------------