যায়যায়দিন
অবরোধের তৃতীয় দিনে উত্তরায় বাসে আগুন

অবরোধের তৃতীয় দিনে উত্তরায় বাসে আগুন

বিএনপির-জামায়াতসহ কয়েকটি দলের ডাকা অবরোধ তৃতীয় দিনের মত চলছে। অন্য দুইদিনের মতো বৃহস্পতিবার রাজধানীতে গণপরিবহণের সংখ্যা কম। এতে ভোগান্তি পড়েছেন নগরবাসী। অন্যদিকে দুরপল্লার কোনো বাস ছেড়ে যাচ্ছে না। কারণ হিসেবে মালিক পক্ষ বলছে যাত্রী সংকট। এদিকে আজও রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে বিএনপি ও জামায়াত কর্মীরা। এদিকে রাজধানীর উত্তরা আজমপুর বাসস্ট্যান্ড এলাকায় পরিস্থান পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২ নভেম্বর) সকাল ৭টার দিকে এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার জানান, আজ সকাল ৭টায় উত্তরার আজমপুর বাসস্ট্যান্ড এলাকায় পরিস্থান পরিবহনের একটি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা খবর পেয়ে আগুন নেভাতে সক্ষম হয়। পুলিশ সূত্রে জানা গেছে, বাসটিতে যাত্রীবেশে উঠে আগুন দেওয়া হয়। আগুন দেওয়ার সময় গাড়িতে মাত্র ১২ থেকে ১৪ জন যাত্রী ছিল। হঠাৎ গাড়ির পেছন দিকে আগুন দেখতে পান যাত্রীরা। আগুন লাগার পর পরই পেছনের জানালা দিয়ে লাফিয়ে নেমে পড়ে কয়েকজন যুবক। যাযাদি/ এস
Published on: 2023-11-02 05:45:05.553822 +0100 CET

------------ Previous News ------------