যায়যায়দিন
গাজীপুরে মহাসড়কে আ,লীগ কর্মীরা : সরে গেল শ্রমিকরা

গাজীপুরে মহাসড়কে আ,লীগ কর্মীরা : সরে গেল শ্রমিকরা

গাজীপুরের সদর উপজেলার বাঘেরবাজার এলাকায় পুলিশ-র‌্যাব-আওয়ামীলীগ নেতাদের উপস্থিতি দেখে মহাসড়ক ছেড়েছে বেতন বাড়ানোর দাবিতে আন্দোলনরত শ্রমিকরা। নাশকতাকালে র‌্যাব-১ সদস্যরা তিন পিকেটারকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার (২ নভেম্বর) সকাল ১০টার পর থেকে সদর উপজেলার বাঘের বাজার ও নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আন্দোরত কয়েক শ্রমিক জানান, গত ক’দিন ধরেই বেতন বাড়ানোর দাবিতে আন্দোলন করছে গাজীপুরের শ্রমিকরা। একই দাবিতে বৃহস্পতিবার সকাল থেকে গাজীপুর সদরের এসএম নীটওয়্যার, হাই ফ্যাশন লিমিটেড, গোল্ডেন রিফিট, মন্ডল নীট ওয়্যার, সিলিকনসহ সাতটি কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে। এসময় পুলিশে তাদের ধাওয়া দিলে মহাসড়ক থেকে চলে যায়। কিন্তু এর কিছুক্ষণ পরে তারা আবারওঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেয়। এসময় বিএনপি জামায়াতের অবরোধের প্রতিবাদে গাজীপুর সদর উপজেলা আওয়ামীলীগের নেতা-কর্মীরা লাঠিসোঠা নিয়ে মোটর সাইকেল মহড়া দেয়। তাদের সাথে র‌্যাব-১ গাজীপুরের পোড়াবাড়ি ক্যাম্পের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হলে শ্রমিকরা ওই এলাকা ছেড়ে গড়গড়িয়া মাস্টারবাড়ির দিকে পালিয়ে যায়। র‌্যাব-১ গাজীপুরের পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মো. ইয়াসির আরাফাত হোসেন বলেন, মানুষের জানমালের ক্ষতি হয়, চলাচলে বিঘ্ন ঘটনায়, সরকারী সম্পদের ক্ষতি হয় এমন নাশকতা বিরোধী সব কাজে র‌্যাব-১ মাঠে থেকে তা প্রতিহত করবে। বৃহস্পতিবার সকালে শ্রমিক আন্দোলনের খবর পেয়ে র‌্যাবের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হলে শ্রমিকরা চলে যায়। এছাড়া নাশকতার দায়ে গাজীপুর মহানগরের ভোগড়া বাইপাস মোড় এলাকা থেকে বিএনপি-জামায়াত অনুসারি তিন পিকেটারকে গ্রেপ্তার করা হয়েছে। শিল্প পুলিশ-২, গাজীপুর এর শ্রীপুর সাব-জোনের সহকারি পুলিশ সুপার মো. আসাদ বলেন, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সদর উপজেলার বাঘের বাজার ও নতুন বাজার এলাকায় কিছু কারখানার শ্রমিক বের হয়ে এসে জমায়েত হয়েছিল। পর্যায়ক্রমে তাদের উপস্থিতি বাড়তে থাকে। পরে তারা পুলিশ তৎপরতার মধ্যে গড়গড়িয়া মাস্টারবাড়ির মেঘনা কারখানা এলাকায় এসে যার যার মতো চলে যায়। তারা কোন ধরনের নাশকতামূলক কাজ করেনি। গাজীপুর থেকে দূরপাল্লার গাড়ি চলছে: বৃহস্পতিবার সকাল থেকেই লোকাল বাসের পাশাপাশি দূরপাল্লার গাড়ি চলতে শুরু করেছে। যাযাদি/ এস
Published on: 2023-11-02 09:55:39.705797 +0100 CET

------------ Previous News ------------