যায়যায়দিন
পেকুয়ায় আ.লীগ নেতাকে কুপিয়ে হত্যা

পেকুয়ায় আ.লীগ নেতাকে কুপিয়ে হত্যা

কক্সবাজারের পেকুয়ায় গতকাল বিএনপি- জামায়াতের ডাকা অবরোধ বিরোধী মিছিল শেষে বাড়ি ফেরার পথে জাকের হোসেন মিয়া নামে এক আ'লীগে নেতাকে কুপিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় মারা যায় তিনি। বুধবার (১নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে পেকুয়া সদর হরিণাফাড়ি এলাকায় হামলার ঘটনা ঘটে। নিহত আ'লীগ নেতা জাকের হোসেন মিয়া পেকুয়া সদর হরিণাফাঁড়ি এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে সদর ৪নং ওয়ার্ড আ'লীগের সহসভাপতির দায়িত্ব পালন করছেন। নিহত জাকের হোসেন মিয়ার স্ত্রী নাহারু বেগম জানান, গতকাল সন্ধ্যায় আ'লীগের মিছিল শেষে আমার স্বামী বাড়ি ফেরার পথে একদল সন্ত্রাসী কুপিয়ে গুরুতর আহত করে রাস্তায় রেখে যায়। ইউনিয়ন আ'লীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনসহ আরো বেশ কয়েকজন স্বামীকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক চট্টগ্রাম মেডিকেলে পাঠিয়ে দেয়। আজ(বৃহস্পতিবার)দুপুরে হাসপাতালে তিনি মারা যায়। পেকুয়া সদর ইউনিয়ন আ'লীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন বলেন, জাকের হোসেন মিয়া আ'লীগের নিবেদিতকর্মী ও নেতা। গতকাল বিএনপি-জামায়াতের অবরোধ মিছিলে তিনি আমাদের সাথে অংশ নেন। সন্ধ্যায় বাড়ি ফেরার পথে বিএনপি- জামায়াত অনুসারী একদল লোক তাকে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা করে। উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম বলেন, বিএনপি-জামায়াতের লোকজন পরিকল্পিতভাবে আ'লীগ নেতা জাকের হোসেনকে হত্যা করেছে। আহত হওয়ার সাথে সাথেই তাৎক্ষনিকভাবে ওসিকে পেকুয়াকে অবগত করলেও তিনি গুরুত্ব দেননি। দ্রুত সন্ত্রাসীদের গ্রেফতারের দাবী জানাচ্ছি। তবে বিএনপির এক নেতা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, এই ঘটনায় বিএনপির কেউ জড়িত নয়। নিহত জাকের হোসনের সাথে স্থানীয় কিছু ব্যক্তির টিউবেল বসানোর টাকার বিরোধ নিয়ে ঘটনাটি সংঘটিত হয়েছে। তারা পারিবারিকভাবে আত্মীয় স্বজনের ভিতর ঘটনাটি ঘটেছে। বিএনপিকে জড়ানো রাজনৈতিকভাবে হয়রানির অংশ। পেকুয়া থানার ওসি ওমর হায়দার বলেন, ঘটনাটি সংঘঠিত হওয়ার সাথে সাথেই পুলিশ ঘটনাস্থলে পাঠিয়ে তদন্ত করেছি। প্রত্যক্ষদর্শীদের সাথেও কথা বলেছে। যারাই এই ঘটনার সাথে জড়িত তাদেরকে দ্রুত গ্রেফতার করা হবে। যাযাদি/ এস
Published on: 2023-11-02 09:38:21.597096 +0100 CET

------------ Previous News ------------