যায়যায়দিন
অবরোধে ঢাকায় ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন

অবরোধে ঢাকায় ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন

বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিরোধী কয়েকটি দলের ডাকা টানা ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধে ঢাকা ও আশপাশের জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়া স্ট্যান্ডবাই রাখা হয়েছে আরও ১০ প্লাটুন। রোববার (০৫ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির মিডিয়া বিভাগের কর্মকর্তা শরিফুল ইসলাম। গত সপ্তাহে হরতাল-অবরোধের পর আজ রোববার ভোর থেকে বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিরোধী কয়েকটি দলের ডাকা টানা ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধ শুরু হয়েছে। এদিকে অবরোধের আগের রাতে রাজধানীতে কয়েক ঘণ্টার ব্যবধানে চারটি বাসে আগুন দেওয়া হয়। এছাড়া ঢাকার বাইরেও কয়েকটি স্থানে গাড়িতে আগুনের খবর পাওয়া গেছে। গত সপ্তাহের তিন দিনের অবরোধ চলাকালে সারাদেশে অন্তত ৮৫টি গাড়িতে আগুন দেওয়া হয়। মারা যান তিনজন। এবারের অবরোধেও নাশকতার আশঙ্কা করা হচ্ছে। তাই আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবি মোতায়েন করা হয়েছে। যাযাদি/ এসএম
Published on: 2023-11-05 08:00:30.641475 +0100 CET

------------ Previous News ------------