যায়যায়দিন
পাইকগাছায় টহল পুলিশের গাড়ী লক্ষ্যে করে ককটেল বিস্ফোরণঃ আহত ২

পাইকগাছায় টহল পুলিশের গাড়ী লক্ষ্যে করে ককটেল বিস্ফোরণঃ আহত ২

বিএনপির ডাকা দ্বিতীয় দফা অবরোধের প্রথম দিনে খুলনার পাইকগাছার কাশিমনগর বাজারে টহল পুলিশের গাড়ী লক্ষ্যে করে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনায় কপিলমুনি ফাঁড়ি পুলিশের দুই সদস্য আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ৩টি তাজা ককটেল ও ২টি বিস্ফোরিত ককটেলের খোঁসা উদ্ধার করেছে। খবর পেয়ে পাইকগাছা থানা পুলিশের ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাগেছে, রবিবার রাত ৮টা১৫ মিনিটের দিকে কপিলমুনি ফাঁড়ি পুলিশের টহল গাড়ী কপিলমুনি থেকে রওনা হয়ে পাইকগাছার সীমান্তবর্তী শাপলা চত্বরের দিকে যাাচ্ছিল। পথিমধ্যে কাশিমনগর গরুহাট নামক স্থানে পৌঁছানোর সাথে সাথে জেলা পরিষদ কৃর্তক নির্মিত কাশিমনগর সবজি মার্কেটের পিছন অংশ থেকে কে বা কারা পুলিশের গাড়ী লক্ষ্যে করে ককটেল ও ইটপাটকেল ছুড়তে থাকে। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তখন পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে চার রাউন্ড সর্টগানের ফাঁকা গুলি ছোড়ে। ঘটনায় দুর্বৃত্তদের ছোড়া ককটেল ও ইটপাটকেলের আঘাতে দুই পুলিশ সদস্য আহত হয়েছে। কপিলমুনি ফাঁড়ি পুলিশের ইনচার্জ (পুলিশ পরিদর্শক) জাহাঙ্গীর আলম বলেন, কপিলমুনি ফাঁড়ি পুলিশের একটি টিম রবিবার সন্ধ্যাকালীন অবরোধের ডিউটিতে পাইকগাছার সিমান্তবর্তী শাপলা চত্বরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে কাশিমনগর গরুহাট নামকস্থানে পৌছালে পুলিশের গাড়ী লক্ষ্যে করে ইটপাটকেল ছোড়ে ও ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এতে পুলিশের গাড়ীতে থাকা দুই পুলিশ সদস্য আহত হয়েছে। পুলিশ পাল্টা প্রতিরোধে চার রাউন্ড সর্টগানের ফাঁকা গুলি ছোড়ে। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। যারা এ ঘটনাটি ঘটিয়েছে তদন্ত পূর্বক তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। যাযাদি/ এস
Published on: 2023-11-06 09:14:49.882099 +0100 CET

------------ Previous News ------------