যায়যায়দিন
গাজীপুরে মহাসড়কের পাশ থেকে  তেল ব্যবসায়ীর লাশ উদ্ধার

গাজীপুরে মহাসড়কের পাশ থেকে  তেল ব্যবসায়ীর লাশ উদ্ধার

গাজীপুর মহানগরীর নাওজোর (ফ্লাইওয়ে) এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে থেকে তেল ব্যবসায়ীর দোকান থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। পরে লাশটি ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মঙ্গলবার (৭ নভেম্বর) রাত ৮ টার দিকে মহানগরীর নাওজোড় এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে তেল ব্যবসায়ীর লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়। নিহত তেল ব্যবসায়ী রহিম মিয়া (৩০) ঝালকাঠি জেলার সদর উপজেলার চুন্নু মিয়ার ছেলে। তিনি নাওজোর জনৈক আরিফ হোসেনের বাসায় ভাড়া থাকতেন। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, মহানগরীর নাওজোর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে দোকান নির্মাণ করে সেখানে গাড়িতে তেল বেচাকেনার ব্যবসা করতেন রহিম। মঙ্গলবার রাতে আটটার দিকে তার ওই দোকানের ভেতর চৌকির উপর রহিমকে মৃত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। এসময় তার নাক ও মুখে রক্ত ঝরছিল । পরে লোকজন বাসন থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। গাজীপুর মহানগরের বাসন থানার পরিদর্শক (তদন্ত) কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, একজন তেল ব্যবসায়ী খুন হয়েছে এমন খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। তার নাক ও মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। ধারনা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে। যাযাদি/ এস
Published on: 2023-11-08 04:26:53.249142 +0100 CET

------------ Previous News ------------