যায়যায়দিন
রাজধানীতে ৪ বাসে আগুন, বরগুনায় দূরপাল্লার বাসে আগুন

রাজধানীতে ৪ বাসে আগুন, বরগুনায় দূরপাল্লার বাসে আগুন

বরগুনার তালতলী থেকে ছেড়ে আসা ঢাকাগামী সাকুরা পরিবহন ঢাকা মেট্রো-ব-১১-৮৫৭১-এ অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে আমতলীর আরপাঙ্গাশিয়া ইউনিয়নের তারিকাটায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছেন , বুধবার রাত ৮টার দিকে ৪ জন যাত্রী নিয়ে তালতলী থেকে ছেড়ে আসা সাকুরা পরিবহনটি আমতলী উপজেলার আরপাঙ্গাশিয়া ইউনিয়নের তারিকাটা নামক স্থানে পৌঁছালে ২০-২৫ জন বাসটিতে অগ্নিসংযোগ করে তারা দ্রুত পালিয়ে যায়। আগুন লাগার ঘটনা শুনে আমতলী ফায়ার সার্ভিস, থানা পুলিশ এবং স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। এদিকে বিএনপি ও সমমনা দলগুলোর ৪৮ ঘণ্টার অবরোধের মধ্যে রাজধানীতে অল্প সময়ের ব্যবধানে চারটি বাসে আগুন দেয়া হয়েছে। প্রথমে গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পুরান ঢাকার তাঁতীবাজারে একটি বাসে আগুন দেয়া হয়। পরে বনানী এলাকায় আরেকটি বাসে আগুন দেয়া হয়। এছাড়া রাজধানীর ডেমরা এলাকায় রাইদা পরিবহনের একটি বাসেও আগুন দেয়া হয়েছে। এরপর রাত ৯টা ২৫ মিনিটে ঝিগাতলায় দেয়া হয় অন্য একটি বাসে আগুন। এসব ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের স্টেশন কর্মকর্তা (গণমাধ্যম) তানহা বিন জসিম জানান, সন্ধ্যা ৭টা ৩৩ মিনিটের দিকে সদরঘাট ফায়ার স্টেশনের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিস আরো জানায়, রাত ৮টার দিকে বনানীতে কাকলী পুলিশ ফাঁড়ির সামনে একটি মিনিবাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে কুর্মিটোলা ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান বলেন, আজ রাত ৯টা ২৫ মিনিটের দিকে ঝিগাতলা বাসস্ট্যান্ডে একটি বাসে আগুন লাগার সংবাদ আসে। সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে আমাদের দু’টি ইউনিট রওনা হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হয়েছে কিনা প্রাথমিকভাবে তা জানা যায়নি। গত ৬ নভেম্বর বিএনপি, জামায়াতসহ সমমনা দলগুলো বুধবার থেকে সারাদেশে ৪৮ ঘণ্টার সড়ক-রেল-নৌপথ অবরোধের ঘোষণা দেয়। যাযাদি/ এস
Published on: 2023-11-09 04:05:46.427792 +0100 CET

------------ Previous News ------------