যায়যায়দিন
খাগড়াছড়ির পানছড়িতে ব্রাশ ফায়ারে নিহত ৪

খাগড়াছড়ির পানছড়িতে ব্রাশ ফায়ারে নিহত ৪

খাগড়াছড়ি জেলার পানছড়িতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে গোলাগুলিতে প্রসীতপন্থি ইউপিডিএফের ৪জন নিহত হয়েছে। গতকাল সোমবার (১১ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে পানছড়ি উপজেলার ৯ নম্বর ওয়ার্ডের ফতেমানগর এলাকায় ইউপিডিএফ গণতান্ত্রিকের সঙ্গে এ গোলাগুলি ঘটে। এসময় উভয় পক্ষের মধ্যে শতাধিক রাউন্ড গুলিবিনিময় হয়। নিহতরা হলো, গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিপুল চাকমা, খাগড়াছড়ি জেলা সহ-সভাপতি লিটন চাকমা, পিসিপির সহ-সভাপতি সুনীল ত্রিপুরা ও ইউপিডিএফের সদস্য রুহিনসা ত্রিপুরা। বিষয়টি নিশ্চিত করে ইউপিডিএফের সংগঠক অংগ্য মারমা বলেন, বাড়িতে ঢুকে তাদের ৪ জনকে হত্যা করা হয়েছে। এ সময় পাহাড়ি ছাত্র পরিষদের সাবেক কেন্দ্রীয় নেতা হরি কমল ত্রিপুরাসহ দুজনকে অপহরণ করা হয়। এ ঘটনায় ইউপিডিএফের পক্ষ থেকে ইউপিডিএফ গণতান্ত্রিককে নব্য মুখোশ আখ্যায়িত করে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে হত্যার বিচার দাবি করেছে প্রসীত নেতৃত্বাধীন ইউপিডিএফ। তবে ইউপিডিএফ গণতান্ত্রিকের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি নিশ্চিত করতে পারেনি। তবে ওসি এবিষয়ে কেউ অভিযোগ নিয়ে আসেনি। যাযাদি/ এস
Published on: 2023-12-12 07:11:31.737282 +0100 CET

------------ Previous News ------------