যায়যায়দিন
তেজগাঁওয়ে ট্রেনে আগুন দেয়ার ঘটনায় জড়িতরা শনাক্ত : হারুন

তেজগাঁওয়ে ট্রেনে আগুন দেয়ার ঘটনায় জড়িতরা শনাক্ত : হারুন

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ জানিয়েছেন, মোহনগঞ্জ এক্সপ্রেসে আগুন দেয়ার ঘটনায় জড়িতদের শনাক্ত করা হয়েছে। তবে, তাদের নাম পরিচয় প্রকাশ করেননি তিনি। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) ঢাকার মিন্টু রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান ডিবির অতিরিক্ত কমিশনার। হারুন অর রশীদ বলেন, নাশকতার পর ছায়া তদন্ত শুরু করে ডিবি। তদন্ত করতে গিয়ে ডিবি নাশকতাকারীদের শনাক্ত করেছে। সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে, ফুটেজগুলো বিশ্লেষণ করা হচ্ছে। এরই মধ্য আমরা অনেক নাম পেয়েছি। আশা করছি খুব দ্রুতই মূল অপরাধীদের গ্রেফতার হবে। নাশকতাকারীদের তথ্য আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর অনুরোধ জানিয়ে তিনি বলেন, ভাড়াটিয়া হিসেবে হোক বা টাকার লোভেই হোক, যারা এই কাজ করেছে তাদের কোনো ছাড় নেই। কোনো বড় ভাইয়ের নির্দেশে এমন কাজ করা ঠিক নয়। এ ব্যাপারে জনসচেতনতা সৃষ্টির জন্য সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে। ডিবি প্রধান বলেন, ট্রেনে আগুন লাগানো রাজনৈতিক কোনো কর্মসূচি হতে পারে না। যারা এ কাজটি করেছে তারা ২৮ তারিখের পর থেকেই জাতীয় নির্বাচনকে ভণ্ডুল এবং সাধারণ মানুষকে আতঙ্কিত করতে এ কাজটি করেছে। নাশকতার ঘটনাগুলোয় যাদের গ্রেফতার করা হয়েছে তাদের মধ্য কেউ কেউ আদালতে ঘটনার দায় স্বীকার করে জবানবন্দিও দিয়েছে। তারাই এখন নতুন করে ট্রেনে আগুন লাগিয়ে পুড়িয়ে মানুষকে হত্যা করছে। যাযাদি/এসএস
Published on: 2023-12-21 13:18:37.760205 +0100 CET

------------ Previous News ------------