যায়যায়দিন
রাজধানীতে দেড় ঘণ্টার ব্যবধানে চার বাসে আগুন

রাজধানীতে দেড় ঘণ্টার ব্যবধানে চার বাসে আগুন

আজ সারাদেশে চলছে বিএনপি-জামায়াতের অবরোধ। আর এই অবরোধ শুরুতে রাতে রাজধানীতে মাত্র দেড় ঘণ্টার ব্যবধানে ৪ টি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। দাঁড়িয়ে থাকা খালি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। রাজধানীর গুলিস্তান, মিরপুর মাজার রোড, মিরপুর-১৩ এবং কলাবাগান এলাকায় এসব গাড়িতে আগুন দেওয়া হয়। শনিবার (২৩ ডিসেম্বর) রাত সোয়া নয়টা থেকে রাত ১০টা ৫০ মিনিটের মধ্যে এসব ঘটনা ঘটে। এর মধ্যে প্রথম আগুন দেওয়ার ঘটনাটি ঘটে গুলিস্তান এলাকায়। রাত সোয়া ৯টার দিকে গুলিস্তান টোল প্লাজার পাশে রজনীগন্ধা পরিবহনের একটি বাস দুর্বৃত্তের আগুনে পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিভিয়ে ফেলে। এর প্রায় সোয়া এক ঘণ্টা পর রাত ১০টা ২৫ মিনিটের দিকে মিরপুরের মাজার রোডে আলিফ পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিভিয়ে ফেলে। কিছু সময় পরই রাত সাড়ে ১০টার দিকে মিরপুর-১৩ নম্বর এলাকায় ট্রাস্ট পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, রাত সাড়ে ১০টার দিকে মিরপুর-১৩ নম্বর এলাকায় ট্রাস্ট পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার খবর পেয়ে তাদের দুটি ইউনিট গিয়ে আগুন নেভায়। এর ঠিক ২০ মিনিট পর কলাবাগান এলাকায় শিকড় পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নেভায়। ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, রাত ১০টা ৫০ মিনিটে কলাবাগান এলাকায় শিকড় পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিভিয়ে ফেলে। কে বা কারা এসব গাড়িতে আগুন দিয়ে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে সে বিষয়ে কিছু জানাতে পারেনি। যাযাদি/ এস
Published on: 2023-12-24 07:12:50.605073 +0100 CET

------------ Previous News ------------