যায়যায়দিন
নৌকার প্রার্থী মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে ইসির মামলা

নৌকার প্রার্থী মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে ইসির মামলা

চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরীর বিরুদ্ধে মামলা করেছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালতে নির্বাচন কমিশনের পক্ষে বাঁশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা হারুন মোল্লা বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন এর আগে গত রোববার (২৪ ডিসেম্বর) নির্বাচন কমিশন উপজেলা নির্বাচন কর্মকর্তাকে এমপি মোস্তাফিজের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দেন। নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব মো. আবদুছ সালাম স্বাক্ষরিত চিঠিতে বাঁশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তাকে মামলা দায়ের করতে বলা হয়। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন এবং সাংবাদিকে মারধর ও নাজেহালের অপরাধে নির্বাচনী আচরণবিধি আইনের ৮(খ) ধারায় এমপি মোস্তাফিজের বিরুদ্ধে মামলা দায়ের করেন বলে আদালত সূত্রে জানা গেছে। আদালত ফৌজদারী কার্যবিধি-২০০ ধারায় জবানবন্দি গ্রহণ করে এবং অপরাধ আমলে নিয়ে অভিযুক্তের বিরুদ্ধে সমন জারি করেন। একইসঙ্গে আগামী ৩ জানুয়ারি মোস্তাফিজুর রহমান কে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন আদালত। ইসির করা এ মামলাটি পরিচালনা করেন চট্টগ্রাম জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী। তিনি বলেন, আদালত মামলাটি রেকর্ড করেছেন। নির্বাচন আচরণবিধি, ২০০৮ এর ৮ (খ) ধারায় মামলাটি দায়ের করা হয়েছে। আদালত ফৌজদারি কার্যবিধির ২০০ ধারায় বাদীর জবানবন্দি গ্রহণ করেন। এরপর অপরাধ আমলে নিয়ে অভিযুক্ত মোস্তাফিজুর রহমান চৌধুরীর বিরুদ্ধে সমন জারি করেছেন। আদালত মোস্তাফিজুর রহমান চৌধুরীকে ৩ জানুয়ারির মধ্যে সশরীরে হাজির হওয়ার জন্য নির্দেশ দিয়েছেন।' মামলার বাদি বাঁশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা হারুন মোল্লা বলেন, ‘মাননীয় প্রধান নির্বাচন কমিশনারের নির্দেশে চট্টগ্রাম মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন এবং সাংবাদিকে মারধর ও নাজেহালের ঘটনায় নির্বাচনী আচরণবিধি আইনের ৮(খ) ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।' উল্লেখ্য: মোস্তাফিজুর রহমান চৌধুরী চট্টগ্রাম-১৬ আসন (বাঁশখালী) থেকে ২০১৪ ও ২০১৮ সালে নৌকার মনোনয়ন পেয়ে এমপি নির্বাচিত হন। বর্তমান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও এই আসন থেকে তৃতীয়বারের মতো আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন তিনি। যাযাদি/ এস
Published on: 2023-12-26 08:59:27.458649 +0100 CET

------------ Previous News ------------