যায়যায়দিন
রংপুরে নির্বাচনী প্রচারণায় আজ আসছেন প্রধানমন্ত্রী

রংপুরে নির্বাচনী প্রচারণায় আজ আসছেন প্রধানমন্ত্রী

নির্বাচনে প্রচারণায় অংশ নিতে আজ মঙ্গলবার এক দিনের সফরে রংপুর আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি তারাগঞ্জ ও পীরগঞ্জ উপজেলায় দুটি নির্বাচনী সভায় বক্তব্য রাখবেন বলে জানা গেছে, রংপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মাজেদ আলী বাবুল জানান, প্রধানমন্ত্রী বেলা ১১টা থেকে ১২টার মধ্যে বিমানযোগে সৈয়দপুর বিমান বন্দরে অবতরণ করবেন। পরে তিনি সড়ক পথে তারাগঞ্জ উপজেলা ডিগ্রি কলেজ মাঠে রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনের নৌকার প্রার্থী আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউকের নির্বাচনী পথসভায় বক্তব্য রাখবেন। সেখান থেকে তিনি সড়ক পথে পীরগঞ্জের ফতেহপুর শ^শুরবাড়ি জয় সদনের উদ্দেশ্যে রওনা হবেন। জয় সদনে পৌঁছে তিনি প্রয়াত স্বামী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করবেন। সেখানে তিনি মধ্যাহ্নভোজ করবেন। প্রধানমন্ত্রী বিকেলে পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে নৌকার প্রার্থী ড. শিরীন শারমিন চৌধুরীর নির্বাচনী সভায় বক্তব্য দেবেন। জনসভা শেষে তিনি সড়ক পথে সৈয়দপুর বিমান বন্দরের উদ্দেশ্যে যাত্রা করবেন। রংপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মাজেদ আলী বাবুল জানান, প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে রংপুর জেলা আওয়ামী লীগ সব প্রস্তুতি সম্পন্ন করেছে। জনসভা ও পথসভায় বিপুলসংখ্যক মানুষের সমাগম ঘটবে বলে তার আশা। রংপুর-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউক জানান, ‘প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছি। বিপুল লোকসমাগম ঘটবে প্রধানমন্ত্রীর জনসভায়। তিস্তা বাঁচাও নদী বাঁচাও আন্দোলনের সভাপতি নজরুল উসলাম হক্কানী বলেন, প্রধানমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনাসহ বিভিন্ন উন্নয়ন কাজের প্রতিশ্রুতি দিতে পারেন। যাযাদি/ এস
Published on: 2023-12-26 04:48:41.617697 +0100 CET

------------ Previous News ------------