যায়যায়দিন
স্মার্ট বাংলাদেশ গড়তে চাই, নৌকায় ভোট চাই : শেখ হাসিনা

স্মার্ট বাংলাদেশ গড়তে চাই, নৌকায় ভোট চাই : শেখ হাসিনা

প্রথমবার যারা ভোটার, তাদের আমি অনুরোধ করবো, নৌকা মার্কায় ভোট দিতে। বাংলাদেশের অগ্রযাত্রা যাতে অব্যাহত থাকে। এটাই আমাদের লক্ষ্য। মাদারীপুরে আমাদের যারা প্রার্থী তাদের ভোট দিয়ে দেবেন। আমি নৌকা মার্কায় ভোট চাই। কারণ, নৌকাই উন্নয়ন, নৌকাই দেবে সব। নৌকা ছাড়া আমাদের কোন উপায় নেই। এই নৌকা নূহু নবীর নৌকা। যে নৌকা মহাপ্লাবন থেকে মানবজাতিকে রক্ষা করেছিল। সেই নৌকাই বাংলাদেশের উন্নয়নের একমাত্র হাতিয়ার। আমাদের সরকার হবে স্মার্ট, আমাদের ইকোনমি হবে স্মার্ট, আমাদের সমাজ হবে স্মার্ট। আমরা বিশ্বাস করি, তারুণ্যের শক্তি, বাংলাদেশের অগ্রগতি। আমরা সেই তারুণ্যকেই স্মার্ট তরুণ সমাজ গড়ে তুলতে চাই। দক্ষ জনশক্তি হিসেবে গড়তে চাই। কারণ আমাদের লক্ষ্য আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলবো। শনিবার (৩০ ডিসেম্বর) বিকেলে মাদারীপুরের কালকিনি উপজেলার কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজ মাঠে আওয়ামীলীগ আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামীলীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন। শেখ হাসিনা বলেন, 'আমরা দিন বদলের সনদ দিয়েছিলাম। গত ১৫ বছরে বাংলাদেশ বদলে গেছে। অর্থনৈতিক উন্নয়ন থেকে শুরু করে অবকাঠামোগত উন্নয়ন, সামাজিক নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল দিকে আজ বাংলাদেশ উন্নয়ন করেছে। বদলে যাওয়া বাংলাদেশ আমাদের লক্ষ্য ২০৪১। এই ২০৪১ সালের মধ্যে আমরা দক্ষ জনশক্তি গড়ে তুলবো। তিনি বলেন,'শিক্ষা-দীক্ষায় এ দেশের জনগন যেন প্রতিযোগিতা করে এগিয়ে যেতে পারে। আর ৪১ এর যারা সৈনিক, আজকের তরুণেরাই হবে সেই সৈনিক। তারাই চালাবে এই দেশ। সেভাবেই নিজেদে তৈরি করে তুলতে হবে।' বিএনপি’র উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন, দেশে রাজনীতির নামে বিএনপি পুলিশের উপর হামলা করছে, সাংবাদিকের উপর হামলা করছে, দেশের যানমালের ক্ষয়ক্ষতি করছে, বাংলাদেশে এই দুর্বিত্ত চলবে না। আল্লাহ যদি দিন দেয়, আগামী নির্বাচনে জয়ী হয়ে আসতে পারলে, ওই লন্ডনে বসে হুকুম দেবে আর আমার দেশের মানুষের ক্ষতি করবে, আর দেশের মানুষকে মারবে সেটা হতে পারবে না। দরকার হলে ওটাকে (তারেক রহমানকে) ওখান থেকে ধরে এনে শাস্তি দেয়া হবে। তিনি আরো বলেন, মাদারীপুর আমার অনেক স্মৃতি বিজড়িত। এই মাদারীপুরে আমার দাদার চাকরির সূত্রের আমার বাবা মাদারীপুর লেখাপড়া করেছেন। কালকিনি উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন আওয়ামীলীগের সভাপতি মন্ডলীর সদস্য শাজাহান খান, জাতীয় সংসদের চিফ হুইপ নুর-ই- আলম চৌধুরী, আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম, আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং মাদারীপুর-৩ আসনের আওয়ামীলীগের প্রার্থী ড. আব্দুস সোবহান গোলাপ, কেন্দ্রীয় আওয়ামীলীগের সদস্য আনোয়ার হোসেন ও সাহাবুদ্দিন ফরাজী প্রমুখ। যাযাদি/এসএস
Published on: 2023-12-30 14:15:49.504066 +0100 CET

------------ Previous News ------------