যায়যায়দিন
ড্যামি প্রার্থী হবে দলের মনোনিত প্রার্থীর ইচ্ছা অনুযায়ী : নৌকার প্রার্থী আব্দুর রহমান

ড্যামি প্রার্থী হবে দলের মনোনিত প্রার্থীর ইচ্ছা অনুযায়ী : নৌকার প্রার্থী আব্দুর রহমান

আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার মো: আব্দুর রহমান বলেছেন, ড্যামি ক্যান্ডিডেটের প্রশ্ন কেন এসেছে, আওয়ামী লীগ সিদ্ধান্ত নিয়েছে যাতে করে কোনো প্রার্থী বিনা প্রতিদ্বন্ধিতায় বিজয়ী হতে না পারে সে কারনে ড্যামি ক্যান্ডিডেট দেওয়ার কথা বলেছে। বিনা প্রতিদ্বন্ধিতার অর্থ এই না যে ড্যামি ক্যান্ডিডেন্টকে প্রার্থী হয়ে দলের প্রার্থীকে হারাতে হবে। ড্যামি ক্যান্ডিডেটের অর্থ হলো একটি নির্বাচন হয়েছে, মানুষ ভোটকেন্দ্রে গেছে, যাকে ভোট দিয়েছে সেই নির্বাচিত হবে। ড্যামি ক্যান্ডিডেটের বিষয়ে আরো গভীরে গেলে বলতে হবে, এই ড্যামি ক্যান্ডিডেট হবে তার দলের মনোনিত প্রার্থীর ইচ্ছা অনুযায়ী। সেটাকেই বলা যায় ড্যামি। আর তাকে পাল্লা দিয়ে হারানোর জন্য যখন কেউ প্রার্থী হবে তখন তাকে আর ড্যামি প্রার্থী হিসেবে বিবেচনা করা যাবে না। রোববার (০৩ ডিসেম্বর) দুপুরে ফরিদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে একথা বলেন মো: আব্দুর রহমান। দলের সিদ্ধান্ত যারা অমান্য করেছে তাদের বিরুদ্ধে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। যাদের পদ পদবী আছে তাদের ব্যাপারেতো বটেই, আর যারা পদে নেই আওয়ামী লীগ বলে দাবী করে তারা সারাজীবনে কখনো আওয়ামী লীগ করতে পারবে না। এখনো সময় আছে ঘরের ছেলে ঘরে ফিরে আসো। ফরিদপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলনের মনোনয়ন বাতিল হওয়া প্রসঙ্গে তিনি বলেন, আমি চেয়েছি সকলে নির্বাচনে অংশগ্রহন করুক। যখন বাতিল হয় তখনতো আমি ওই এলাকাতেই ছিলাম না। আজকেই প্রথম জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের সাথে সৌজন্য সাক্ষাত করেছি। আমি বরং বলেছি যাদের মনোনয়ন বাতিল হয়েছে তাদের সংশোধন করার সুযোগ রয়েছে। তারা সংশোধন করে নির্বাচনে আসুক, আমি তাদের স্বাগত জানাই। চাপ প্রয়োগেরতো প্রশ্নই ওঠে না। এটি একটি বিএনপি মার্কা অভিযোগ। এটি একটি ভিত্তিহীন ও অসত্য কথা। নির্বাচিত হওয়ার আগেই তারা যে দায়িত্বহীন কথা বলে নির্বাচিত হওয়ার পর তারা কি করবে। নির্বাচনের পরিবেশ খুব ভালো আছে, শেষ অবদি ভালো থাকবে। নির্বাচনী পরিবেশ ভালো আছে বলেই এক একটি আসনে ২০ জন প্রার্থী রয়েছে। তারা প্রচারনা চালাচ্ছে নির্বিঘ্নে। আমরা চাই একটা উতসবমূখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হোক। যাযাদি/ এস
Published on: 2023-12-04 05:47:32.914864 +0100 CET

------------ Previous News ------------