যায়যায়দিন
ঝরছে বৃষ্টি, রাজধানীতে গণপরিবহণ কম ভোগান্তি নগরবাসীর

ঝরছে বৃষ্টি, রাজধানীতে গণপরিবহণ কম ভোগান্তি নগরবাসীর

একদিনে বিএনপি-জামায়াতের ডাকা অবরোধ চলছে। অন্যদিকে গতকাল বুধবার রাত থেকে ঝির ঝির বৃষ্টি ঝরছে। এতে ভোগান্তি বেড়েছে নগরবাসীর। বৃহস্পতিবার সকালে দেখা যায় রাজধানীতে গণপরিবহনের সংখ্যা খুবই কম। এতে অফিসগামী মানুষের বেশী ভোগান্তিতে পড়তে হয়। বিশেষ করে নারীদের ভোগান্তি চোখে পড়ার মত। এদিকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে। দেশের সব বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। এতে সারাদেশে তাপমাত্রা তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। ডিসেম্বরের প্রথম সপ্তাহ পেরিয়ে গেলেও শীতের দেখা না মেলার যে আক্ষেপ ছিল তা ঘুচবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। আবহাওয়া অফিস জানায়, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মিগজাউম’ দুর্বল হয়ে প্রথমে নিম্নচাপ এবং পরে লঘুচাপে পরিণত হয়েছে। বর্তমানে এটি উত্তর অন্ধ্র প্রদেশ ও তার কাছাকাছি দক্ষিণ উড়িষ্যা এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তার কাছাকাছি বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে। পূর্বাভাসে বলা হয়, বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যা পর্যন্ত দেশের সব বিভাগের বেশিরভাগ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এ সময় সারাদেশে তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ, ঢাকা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে চট্টগাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এছাড়া দেশের অন্যান্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। যাযাদি/ এস
Published on: 2023-12-07 04:36:29.246172 +0100 CET

------------ Previous News ------------