যায়যায়দিন
শ্বাসরুদ্ধকর ম্যাচে বাংলাদেশের জয়

শ্বাসরুদ্ধকর ম্যাচে বাংলাদেশের জয়

এ এক অন্যরকম ম্যাচ। বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যে সিলেটে অনুষ্ঠিত প্রথম টি২০ ম্যাচে যা হলো তাকে ক্রিকেটের ভাষায় শ্বাসরুদ্ধকর, রোমাঞ্চকর বলা হলে কমই বলা হবে। আসলে যারা মাঠে কিংবা টিভি সেটের সামনে বসে খেলা দেখেছেন তারাই অনুভুব করতে পেরেছেন এটা কেমন ম্যাচ। তবে শেষ পর্যন্ত বাংলাদেশের জয় হয়েছে। টাইগারদের দৃঢ়তায় জয় ছিনিয়ে নিয়েছে বাংলাদেশ। শেষ ওভারে বাংলাদেশের প্রয়োজন ৬ রান। করিম জানাতের প্রথম বলে কাভার ড্রাইভে বাউন্ডারির বাইরে পাঠান মিরাজ। ৫ বলে প্রয়োজন ২। পুল করতে গিয়ে আউট হন মিরাজ। ৬ বলে ৮ রান করেন তিনি। এরপর তাসকিন শর্ট-ওয়াইড বলে খোঁচা দেন উইকেটের পেছনে। ২ বলে ২ উইকেট নেই। এরপর নাসুম এসে ফেরেন সাজঘরে। হ্যাটট্রিক করেন করিম জানাত। ২ বলে প্রয়োজন ২ রান। তখন তো গ্যালারীতে নেমে আসে নীরবতা। এরপর সব হতাশাকে দূরে সরিয়ে শরিফুল দারুণ কাটে চার মেরে এনে দেন শ্বাসরুদ্ধকর জয়। ১৫৫ রানের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশ ১ বল হাতে রেখে ৮ উইকেট হারিয়ে জয় নিশ্চিত কর। চট্টগ্রামে ওয়ানডে সিরিজে হারের পর আজ সিলেটে টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়ানোর মিশনে মাঠে নামে টিম টাইগার্স। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। আগে ব্যাটিং করতে নেমে শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়ে সফরকারী শিবির। কিন্তু অভিজ্ঞ মোহাম্মদ নবীর অর্ধশতক ও ওমরজাইয়ের ঝড়ো ইনিংসে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৪ রানের সংগ্রহ পায় আফগানিস্তান। ১৫৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ৬৪ রানে ৪ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে টাইগাররা। তবে পঞ্চম উইকেট জুটিতে তাওহীদ হৃদয় ও শামিম হোসেনের ৭৩ রানের বিধ্বংসী জুটিতে ১ বল হাতে রেখেই ৩ উইকেটে জয় তুলে নেয় বাংলাদেশ। যাযাদি/ এস
Published on: 2023-07-14 19:00:27.012257 +0200 CEST

------------ Previous News ------------