যায়যায়দিন
ডেঙ্গুতে ১৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৩৩ জন

ডেঙ্গুতে ১৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৩৩ জন

দেশে গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৩ জনের মৃত্যু হয়েছে। চলতি বছরে একদিনে ডেঙ্গুতে এটি সর্বোচ্চ সংখ্যক মৃত্যু। হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৩৩ জন। এদের মধ্যে ঢাকায় ৭৭৯ জন এবং ঢাকার বাইরে ৭৫৪ জন ভর্তি হয়েছেন। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫ হাজার ৫৬৯ জন ভর্তি রয়েছেন। এদের মধ্যে ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে মোট ভর্তি ৩ হাজার ৪৪৩ জন এবং অন্যান্য বিভাগে ভর্তি রোগী ২ হাজার ১২৬ জন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৮ জুলাই পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ভর্তি হয়েছেন ২৪ হাজার জন। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১২৭ জনের। এছাড়া ডেঙ্গু আক্রান্ত ১৮ হাজার ৩০৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।বাসস যাযাদি/এসএস
Published on: 2023-07-18 16:29:43.143629 +0200 CEST

------------ Previous News ------------