যায়যায়দিন
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৪ জনের ফাঁসি

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৪ জনের ফাঁসি

মহান মুক্তিযুদ্ধের সময়, হত্যা, খুন, ধর্ষণ, লুটতরাজসহ নানা অভিযোগ পিরোজপুরের ভান্ডারিয়ার আব্দুল মান্নানসহ চার জনের বিরুদ্ধে। তাদের বিরুদ্ধে অভিযোগ আদালতে প্রমাণ করতে পেরেছেন বাদী পক্ষে আইনজীবীরা। এর প্রেক্ষেতি একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে পিরোজপুরের ভান্ডারিয়ার আব্দুল মান্নানসহ চারজনের ফাঁসির রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ বৃহস্পতিবার (২০ জুলাই) ট্রাইব্যুনালের চেয়ারম্যান মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- ভান্ডারিয়া উপজেলার হেতালিয়া এলাকার আব্দুল মান্নান হাওলাদার ওরফে আ. মান্নান ডিলার ওরফে মান্নাফ, একই এলাকার আশ্রাব আলী ওরফে আশরাফ আলী হাওলাদার, চরখালী এলাকার মো. মহারাজ হাওলাদার ওরফে হাতকাটা মহারাজ (জামিনে) এবং নুরুল আমিন হাওলাদার (পলাতক)। গত মঙ্গলবার (১৮ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল রায়ের জন্য আজকের দিন ধার্য করেছিলেন। সেদিন আসামিদের সর্বোচ্চ সাজার আর্জি জানিয়ে শুনানি করেন প্রসিকিউটর সাহিদুর রহমান। তার সঙ্গে ছিলেন প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন। আসামিপক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট গাজী এমএইচ তামিম। মুক্তিযুদ্ধের সময় অবৈধ আটক নির্যাতন অপহরণ, লুণ্ঠন, অগ্নিসংযোগ, ধর্ষণ, হত্যা ও গণহত্যার অভিযোগ আনা হয় তাদের বিরুদ্ধে। চারটি অভিযোগে ২৪ জনকে হত্যা, একজনকে ধর্ষণ, আসামিদের গুলিতে তিন ব্যক্তি ও এক নারীকে গুরুতর জখম, এর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যুর কথা বলা হয়েছে। যাযাদি/ এস
Published on: 2023-07-20 08:45:08.995953 +0200 CEST

------------ Previous News ------------