যায়যায়দিন
দেশে স্বর্ণের ভরি এক লাখ ৭৭৭ টাকা

দেশে স্বর্ণের ভরি এক লাখ ৭৭৭ টাকা

যে স্বর্ণের ভরি ২০০০ সালে ৫ হাজার টাকা ছিল। সে স্বর্ণের ভরি ২০২৩ সালের জুলাই মাসে এসে লাখ টাকার ঘর পার করলো। মাত্র ২৩ বছরের ব্যবধানে বাড়লো প্রায় ৯৬ হাজার টাকার বেশি। স্বর্ণের দাম বাড়ার সঙ্গে সঙ্গে দেশের নারীদের কপাল পুড়েছে। এমনিতে তারা বর্তমানে স্বর্ণ ব্যবহারের সুযোগ পান না। দাম বাড়ার কারণে আর কমে যাবে ব্যবহার। এদিকে দেশের ইতিহাসে প্রথমবারের মতো স্বর্ণের ভরি লাখ টাকার ওপরে উঠল। ২২ ক্যারেট প্রতি ভরি স্বর্ণের দাম এখন এক লাখ ৭৭৭ টাকা। দেড় মাসের ব্যবধানে ভরিপ্রতি দাম বেড়েছে ২ হাজার ৩৩৩ টাকা। বৃহস্পতিবার (২০ জুলাই) এক বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, নতুন এ দাম শুক্রবার (২১ জুলাই) থেকে কার্যকর হবে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন সোনার নতুন দাম নির্ধারণ করেছে। শুক্রবার (২১ জুলাই) থেকে এটি কার্যকর করা হবে। নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৭৭৭ টাকা। এছাড়া ২১ ক্যারেটের স্বর্ণের ভরি ৯৬ হাজার ২২৮ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণের ভরি ৮২ হাজার ৪৬৪ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ৬৮ হাজার ৭০১ টাকা। যাযাদি/ এস
Published on: 2023-07-21 05:30:37.98719 +0200 CEST

------------ Previous News ------------