যায়যায়দিন
বেতাগীতে বিশ্ব পানিতে ডোবা প্রতিরোধ দিবসে বর্ণাঢ্য আয়োজন

বেতাগীতে বিশ্ব পানিতে ডোবা প্রতিরোধ দিবসে বর্ণাঢ্য আয়োজন

'পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধে একটি কাজ করব, একটি কাজের সাথে যুক্ত হব, একটি কাজের উন্নয়ন করব’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনার বেতাগীতে বিশ্ব পানিতে ডোবা প্রতিরোধ দিবস উৎযাপিত হয়েছে। সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন এন্ড রিসার্চ বাংলাদেশ (সিআইপিআরবি'র) সহযোগিতায় এবং ন্যাশনাল চিলন্ড্রেন টাস্ক ফোর্স (এনসিটিএফ) উদ্যোগে দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে ছিল চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা সভা ও আঁচল শিশুদের প্রদর্শনী। রোববার (২৩ জুলাই) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ আমিরুল ইসলাম পিন্টু। বেতাগী এনসিটিএফ সভাপতি মো. খাইরুল ইসলাম মুন্নার সঞ্চালনায় এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) বিপুল সিকদার। এসব অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বেতাগী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহামুদা খানম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফাহমিদা লস্কর, উপজেলাকৃষি কর্মকর্তা মোঃ ইছা, বেতাগী থানার আফিসার ইনচার্জ মোঃ আনোয়ারা হোসেন, বিবিসিনে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যাপক নওয়াব হোসেন নয়ন,বেতাগী সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির খলিফা, বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি জাকির হোসেন মিরাজ, উপজেলা মৎস্য কর্মকর্তা সমাপ্তি সাহা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মাসুম বিল্লাহ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন, পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী মহাব্যবস্থাপক দূর্যোধন বালা, বেতাগী প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ আসাদুল ইসলাম চিনু, বেতাগী প্রেস ক্লাবের সভাপতি সাইদুল ইসলাম মন্টু, বেতাগী নাগরিক ফোরামের সভাপতি লায়ন মোঃ শামীম সিকদার, বেতাগী প্রেস ক্লাবের সভাপতি স্বপন কুমার ঢালী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফরোজা সুলতানা, পৌরসভার কাউন্সিলর, আব্দুল মান্নান হাওলাদার, মোঃ নাসির উদ্দিন, এসবিএম জিয়াউর রহমান জুয়েল, রোফেজা আক্তার রুজি, লুৎফুন্নেছা রিনা, বেতাগী প্রেস ক্লাবের ক্লাবের সাধারণ সম্পাদক মহাসিন খান, সাংবাদিক হৃদয় হোসেন মুন্না, যুব রেড ক্রিসেন্ট দলনেতা সোহেল মীর। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিআইপিআরবি এর ফিল্ড টিম ম্যানেজার মোতাহের হোসাইন এবং সিআইপিআরবি’র কার্যক্রমের উপর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন সিআইপিআরবি বোতগী এরিয়া কো-অর্ডিনেটর রজত জ্যোতি সেন অনুষ্ঠানে জাতিসংঘ ঘোষিত বিশ্ব পানিতে ডোবা প্রতিরোধ দিবস সম্পর্কে সচিত্র উপস্থাপনার মাধমে পানিতে ডোবা মৃত্যু থেকৈ উত্তরনের বিভিন্ন সরকারি বেসরকারি পদক্ষেপ সম্পর্কে উপস্থিত সকলে অবগত করা হয়। এছাড়াও দিনব্যাপী আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কনসহ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ সহ নানা আয়োজন করা হয়। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের এবং অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার ও ক্রেস্ট বিতরণ করা হয়। উল্লেখ্য, সিআইপিআরবি বেতাগী উপজেলায় পৌরসভাসহ ৭টি ইউনিয়নে ১১৯টি আঁচল কেন্দ্র ও ৯টি সাঁতার প্রশিক্ষণ কেন্দ্র পরিচালনা করছে। এছাড়াও প্রাথমিক চিকিৎসা প্রদানের জন্য প্রশিক্ষণ প্রদান করে থাকেন। যাযাদি/এসএস
Published on: 2023-07-23 15:26:39.01381 +0200 CEST

------------ Previous News ------------