যায়যায়দিন
বিচারপতিকে ‘মাই লর্ড’ না বলতে নির্দেশনা

বিচারপতিকে ‘মাই লর্ড’ না বলতে নির্দেশনা

আদালতে মামলা শুনানির সময় বিচারপতিকে ‘মাই লর্ড’ বা ‘ইওর লর্ড শিপ’ না বলতে নির্দেশনা দিয়েছেন হাইকোর্টের একটি বেঞ্চ । এর পরিবর্তে ‘ইওর অনার’ বা ‘স্যার’ সম্বোধন করতে বলেছেন আদালত। মঙ্গলবার (২৫ জুলাই) বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি একেএম জহিরুল হকের বেঞ্চ থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিচার চলাকালে এই বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি বলেন, ‘দাসত্বের সময় নেই, প্রভুরা চলে গেছে। আজ থেকে মাই লর্ড/লর্ড শিপ নয়, ইওর অনার বা স্যার সম্বোধন করবেন।’ এ সময় উপস্থিত সহকারী অ্যাটর্নি জেনারেল মাহফুজুর রহমান বলেন, ‘এটা সম্মানার্থে।’ জবাবে আদালত বলেন, ‘ইওর অনার বা স্যার সম্বোধন করলেও আমরা সম্মানিত বোধ করব।’ পরে সহকারী অ্যাটর্নি জেনারেল মাহফুজুর রহমান লিখন সাংবাদিকদের বলেন, নির্দেশনাটি শুধু এই একটি বেঞ্চের জন্য। যাযাদি/এসএস
Published on: 2023-07-25 14:57:19.181377 +0200 CEST

------------ Previous News ------------