যায়যায়দিন
টঙ্গীতে কারখানার দেয়াল ধ্বসে তিন নির্মাণ শ্রমিক নিহত

টঙ্গীতে কারখানার দেয়াল ধ্বসে তিন নির্মাণ শ্রমিক নিহত

টঙ্গীতে দেয়াল চাপায় তিন নির্মাণ শ্রমিক মারা গেছেন। এঘটনায় আহত হয়েছেন আরো কয়েকজন । শনিবার (২৯ জুলাই) সন্ধ্যায় টঙ্গীর পাগাড় ঝিনু মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার কড়াইকান্দি গ্রামের আলিফ হোসেনের ছেলে বকুল (৩৫), একই এলাকার নর্দানগর গ্রামের আকন্দ মিয়ার ছেলে সুলতান (৫০) ও টঙ্গীর গোপালপুর এলাকার ধনুমিয়ার ছেলে সবুজ (৩৫)। আহতদের মধ্যে নয়ন (২৫) ও মাহতাব (৩০) নামের দুই শ্রমিকের নাম জানা গেছে । তাদেরকে টঙ্গীর শহীদ মাস্টার জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। টঙ্গী পূর্ব থানার ওসি) আশরাফুল ইসলাম বলেন, টঙ্গীর ঝিনু মার্কেট এলাকায় সিটি কর্পোরেশনের ড্রেন নির্মানের কাজ চলছিল। শ্রমিকরা ওই ড্রেন নির্মাণে কাজ করাকালে শনিবার সন্ধ্যায় হঠাৎই পাশের একটি প্লটের কারখানার দেয়াল ধ্বসে চাপা পড়ে তিন জন শ্রমিক নিহত হন ও কয়েকজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনরা জানান, সকাল থেকে টঙ্গী পূর্ব থানাধীন পাগাড় জিনু মার্কেট এলাকায় সোনারগাঁও রোডে সিটি কর্পোরেশনের ড্রেনের কাজ করছিলেন প্রায় ৩০ জন শ্রমিক। সন্ধ্যায় নির্মাণ কাজ চলাকালীন সময়ে পার্শ্ববর্তী একটি প্লটের সীমানা প্রাচীর ধসে পড়লে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। এসময় বেশ কয়েকজন শ্রমিক আহত হয়। টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক শাহারিয়া লুনা বলেন, তিনজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। চার জনকে আহত অবস্থায় আনা হয়েছে। আহতদের মধ্যে তিন জনকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। টঙ্গী ফায়ার স্টেশনের জৈষ্ঠ্য কর্মকর্তা মো. ইকবাল হাসান বলেন, দেয়াল ধসে পড়ার খবরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে, ওসি আশরাফুল ইসলাম আরও বলেন, এঘটনায় নিহত ও আহত স্বজনদের লিখিত আবেদনের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে। যাযাদি/ এস
Published on: 2023-07-29 18:11:25.965372 +0200 CEST

------------ Previous News ------------