যায়যায়দিন
উপকূলে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি : বঙ্গোপসাগর বেশ উত্তাল

উপকূলে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি : বঙ্গোপসাগর বেশ উত্তাল

চলছে বর্ষা মৌসুম। এই মৌসুমে বাংলাদেশে প্রচুর বৃষ্টিপাত হয়। কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে প্রকৃতির নিয়ম এখন অনেকটাই বদলে গেছে। এখন ঋতুর সঙ্গে মিল রেখে কিছুই হয় না। বর্ষায় শীতের আবহ আবার শীতের দিনে হয় বৃষ্টি। তেমনি বঙ্গোপসাগরের আচরণও বদলেছে। এদিকে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চারনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। এর প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল হয়েছে উঠেছে। নদ-নদীর পানির উচ্চতা কিছুটা বেড়েছে। বাতাসের চাপও কিছুটা বেড়েছে। এদিকে, উপকূলের বেশিরভাগ এলাকায় থেমে থেমে গুঁড়ি গুঁড়ি থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। গতকাল সোমবার পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় ৩৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে জেলা আবহাওয়া অফিস। আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে উপকূলীয় এলাকা দিয়ে যেকোনো সময় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই, পটুয়াখালীর পায়রাসহ দেশের সব সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সব মাছ ধরার ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী বলেছেন, সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপ কিংবা গভীর নিম্নচাপে রূপ নেবে কি না, সেটা এখানো বলা যাচ্ছে না। তবে, আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়তে পারে। যাযাদি/ এস
Published on: 2023-08-01 05:58:41.053715 +0200 CEST

------------ Previous News ------------