যায়যায়দিন
গাজীপুরে ট্রেনে ছিনতাই, স্টুয়ার্ড আহত : আটক ৮

গাজীপুরে ট্রেনে ছিনতাই, স্টুয়ার্ড আহত : আটক ৮

টঙ্গী রেলওয়ে জংশনে বৃহস্পতিবার রাতে ঢাকাগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনে ছিনতাই ও হামলার ঘটনা ঘটেছে। এসময় ঢিল ছুড়ে যাত্রীদের ভয় দেখিয়ে মোবাইল, টাকাসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়াকালে ট্রেনের ভেতর ডাক-চিৎকার শুরু করেন যাত্রীরা। এ সময় ছিনতাকারীর ছুরিকাঘাতে ট্রেনের টিটিসহ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার (১০ আগস্ট) রাত সাড়ে ১০ টায় টঙ্গী রেলওয়ে জংশনের আউটার সিগন্যালে (আকিজ বেকার্সের পেছনে) এ ঘটনা ঘটে। ট্রেনটির কয়েক যাত্রী সাংবাদিকদের জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী কর্ণফুলী কমিউটার ট্রেনটি বৃহস্পতিবার রাতে টঙ্গী স্টেশনে প্রবেশ করার সময় গতি কমে যায় এবং এক পর্যায়ে ট্রেনটি থেমে যায়। তখন হঠাৎ ট্রেনটি লক্ষ্য করে বাহির থেকে পাথরের ঢিল ছুড়তে থাকে দুর্বৃত্তরা। এতে কয়েক যাত্রী আহত হন এবং অনেকেই আত্মরক্ষার্থে ছুটাছুটি শুরু করেন এবং ট্রেনের মেঝেতে শুয়ে পড়েন। এসময় দুর্বৃত্তরা ট্রেনের এক টিটির হাতে ধারালো ছুরিকাঘাত করলে তিনি রক্তাক্ত জখম হন। ট্রেনের যাত্রী জাকির হোসেন স্থানীয় সাংবাদিকদের বলেন, ট্রেনটি আউটার সিগনালের পাশে দাঁড়িয়ে গেলে এক যাত্রী প্রস্রাব সারতে নিচে নামেন। তিনি যখন প্রাকৃতিক কাজ সারছিলেন তখন পাশের ঝোপ থেকে তিনজন ছেলে ছুরির ভয় দেখিয়ে তার কাছে থাকা মোবাইল ফোনটি ছিনিয়ে নেয়। এরপর তারা ট্রেনে ইট পাথর মারতে থাকে। এসময় অনেকেই আহত হয়। টঙ্গী রেলওয়ে জংশনের দায়িত্বে থাকা তৌহিদুল ইসলাম বলেন, আউটার সিগনালে ট্রেনটি দাঁড়ানোর কিছু সময় পর জানতে পারি কয়েকটি বগিতে ছিনতাইয়ের ঘটনা ঘটছে। কিছু বগিতে ঢুকতে না পেরে ইট পাটকেল নিক্ষেপ করছে তারা। কিন্তু ঘটনাস্থলে গিয়ে কাউকে পাইনি। পরে পুলিশ আটজনকে গ্রেপ্তার করে। টঙ্গী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ ছোটন শর্মা জানান, ৯৯৯ এ একজন যাত্রীর ফোন পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, তবে আহত স্টুয়ার্ড-যাত্রী কাউকেই পাওয়া যায়নি। এদিকে টঙ্গী জোনের সহকারী পুলিশ কমিশনার মেহেদী হাসান জানান, পরে পুলিশ আশে-পাশের এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ আটজনকে গ্রেপ্তার করে। যাযাদি/ এস
Published on: 2023-08-11 07:03:15.185931 +0200 CEST

------------ Previous News ------------