যায়যায়দিন
বঙ্গবন্ধুর ৫ খুনির তথ্যে পুরস্কার ঘোষণা

বঙ্গবন্ধুর ৫ খুনির তথ্যে পুরস্কার ঘোষণা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডে জড়িত পাঁচ পলাতক আসামির সন্ধান দিতে পারলে আকর্ষণীয় পুরস্কারের ঘোষণা করেছে সরকার। সোমবার (১৪ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এক আলোচনা সভায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন এ কথা বলেন। মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর হত্যাকারী সাত জনের মধ্যে সরকার দুজনের তথ্য পেয়েছে। বাকি ৫ জন এখনো ধরা ছোঁয়ার বাইরে। যদি কোনো নাগরিক ওই পাঁচজনের তথ্য দিতে পারেন তবে তাকে পুরস্কৃত করবে সরকার। মন্ত্রী প্রবাসীদের পরামর্শ দেন- যুক্তরাষ্ট্রে রাশেদ চৌধুরী ও কানাডায় নূর চৌধুরীর বাসার সামনে মাসে একবার প্রতিবাদ জানানোর। তিনি বলেন, এই দুজন সেসব দেশে নির্বিঘ্নে ঘুরে বেড়াচ্ছেন। তাদের দেখলেই খুনি খুনি বলে ধিক্কার জানানোর আহবান জানান মন্ত্রী। যাযাদি/এসএস
Published on: 2023-08-14 13:17:56.027795 +0200 CEST

------------ Previous News ------------