যায়যায়দিন
মাইন্ড স্ট্রোক করেছেন সাঈদী, হাসপাতালে ভর্তি

মাইন্ড স্ট্রোক করেছেন সাঈদী, হাসপাতালে ভর্তি

ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি করা হয়েছে মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীকে। গাজীপুরের কাশিমপুর কারাগার-১ এর জেলার তরিকুল ইসলাম জানিয়েছেন, রোববার বিকালে হঠাৎ বুকে ব্যাথা উঠলে তাকে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। অবস্থা বিবেচনা করে সাঈদীকে রাতের ঢাকায় উন্নত চিকিৎসার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। তাই চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়। জানা যায়, রোববার (১৩ আগস্ট) রাত সোয়া ১০টার দিকে তাকে বিএসএমএমইউ-এর ব্লক ডি কার্ডিয়াক সেন্টারে ভর্তি করানো হয়। এ বিষয়ে ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের জেল সুপার সুভাষ চন্দ্র ঘোষ সংবাদ মাধ্যমকে জানান, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ি তাকে সুপারিশকৃত হাসপাতালে ভর্তি করা হয়েছে। দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে মাসুদ সাঈদী বলেন, 'আপনারা জানেন যে আমার বাবার হার্টে পাঁচটি রিং পরানো ছিল। কারাগারে তিনি অসুস্থ হলে কারা কর্তৃপক্ষ তাকে গাজীপুর সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানকার দায়িত্ব চিকিৎসকরা তাকে ঢাকাতে রেফার্ড করেন। উনাকে এখন এই পিজি হাসপাতালে ভর্তি করা হয়েছে। উনি চিকিৎসকের তত্ত্বাবধান আছেন। তবে চিকিৎসকরা এখনো অফিসিয়ালভাবে আমাদের কিছু জানায়নি। আন-অফিসিয়ালিভাবে জানতে পেরেছি তিনি মাইন্ড স্ট্রোক করেছেন।' যাযাদি/ এস
Published on: 2023-08-14 11:01:16.98662 +0200 CEST

------------ Previous News ------------