যায়যায়দিন
জাবিতে সাংবাদিককে মারধরের ঘটনায় তদন্ত কমিটি

জাবিতে সাংবাদিককে মারধরের ঘটনায় তদন্ত কমিটি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে ছাত্রলীগের নেতাকর্মীদের দ্বারা সাংবাদিককে মারধরের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে হল প্রশাসন। সোমবার (২১ আগস্ট) রাতে হল প্রশাসনের এক জরুরী বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন হলের প্রভোস্ট অধ্যাপক ইস্রাফিল আহমেদ। তিনি বলেন, এ ঘটনায় হলের ওয়ার্ডেন অধ্যাপক ড. মো. এজহারুল ইসলামকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হলেন, হলের ওয়ার্ডেন পলাশ সাহা ও আবাসিক শিক্ষক আ জ ম উমর ফরুক সিদ্দিকী। কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। প্রতিবেদন পাওয়া সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে। এর আগে, গত রবিবার (২০ আগস্ট) দিবাগত রাত ২টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের মাঠে ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আসিফ আল মামুনের উপর অতর্কিত হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা। আসিফ হলের আবাসিক শিক্ষার্থী ও সাংবাদিক পরিচয় দিলে তাকে আরেক দফায় মারধর করা হয়। এদিকে মারধরের ঘটনায় দোষীদের দ্রুত বিচার চেয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম বরাবর অভিযোগপত্রের অনুলিপি জমা দিয়েছেন ভুক্তভোগী আসিফ আল মামুন। এসময় দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন উপাচার্য। উপাচার্য বলেন, 'আমি ঘটনাটি জেনেছি। এটা অপ্রত্যাশিত ও খুবই নিন্দনীয় কাজ। ইতোমধ্যেই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কেউ কোন দোষ করে থাকলেও তার গায়ে হাত তোলার এখতিয়ার অন্য কারো নেই। এই ঘটনায় অতি দ্রুত তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছি৷ প্রতিবেদন পাওয়া মাত্রই শৃঙ্খলা কমিটির সভা ডেকে উপযুক্ত বিচার করা হবে।' যাযাদি/ এস
Published on: 2023-08-23 05:06:57.573429 +0200 CEST

------------ Previous News ------------