যায়যায়দিন
সীতাকুণ্ডে দুর্ঘটনায় তিন পুলিশ সদস্য নিহত

সীতাকুণ্ডে দুর্ঘটনায় তিন পুলিশ সদস্য নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে পুলিশবাহী পিকআপ ভ্যানের সাথে ট্রেনের ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মোহাম্মদ এস্কান্দর (৩৭),মো.মিজান (৩৮) ও মোহাম্মদ হোসেন (৩৬) নামে তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। দুর্ঘটনায় ইউপি সদস্য শাহাদাত হোসেনসহ আরো দুই পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছে। আহতরা বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তবে আহতের মধ্যে দুই পুলিশ সদস্যদের নাম পরিচয় বিস্তারিত পাওয়া যায়নি। আজ রোববার দুপুর সাড়ে ১২ টায় উপজেলার সলিমপুর ইউনিয়নের ফকিরহাট সংলগ্ন রেললাইন এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে,দুপুরে সীতাকুণ্ড থানা পুলিশবাহী পিকআপ ভ্যানটি আসামি ধরতে ফকিরহাট রেললাইন এলাকায় যায়। এ সময় রেললাইন এলাকা অতিক্রমকালে পিকআপ ভ্যানটি রেললাইনে আটকে যায়। এতে চট্টগ্রামমুখী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের সাথে পিকআপ ভ্যানের ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে পুলিশবাহী পিকআপ ভ্যানটি ধুমড়ে মুছড়ে যাওয়ার পাশাপাশি ঘটনাস্থলেই পুলিশ সদস্য এস্কান্দর এর মৃত্যু হয় । দুর্ঘটনায় শরীর থেকে হাত,পা বিচ্ছিন্ন হয়ে এক ইউপি সদস্য ও সীতাকুণ্ড থানার আরো চার পুলিশ সদস্য গুরুতর আহত হয়। দুর্ঘটনা পরবর্তীতে স্থানীয়রা আহত ৫জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। চমেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়ার পর চিকিৎসক আহত পুলিশ সদস্য মিজান ও হোসেনকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ। তিনি জানান,আসামি ধরতে তাদের টহল ডিউটিতে কর্মরত পুলিশ সদস্যরা রেললাইন পারাপারকালে চট্টগ্রামমুখী ট্রেনের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে তাদের এক পুলিশ সদস্যের এবং চমেক হাসপাতালে আরো দুই পুলিশ সদস্যের মৃত্যু হয়। এছাড়া দুর্ঘটনায় গুরুতর আহত আরো দুই পুলিশ সদস্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের অবস্থাও সংকটাপন্ন বলে জানিয়েছেন তিনি। যাযাদি/ এস
Published on: 2023-08-27 10:52:55.264263 +0200 CEST

------------ Previous News ------------