যায়যায়দিন
ড. ইউনূসের বিরুদ্ধে আরেক মামলা, সমন জারি

ড. ইউনূসের বিরুদ্ধে আরেক মামলা, সমন জারি

শ্রমিকদের পাওনা মুনাফার টাকা না দিয়ে মানিলন্ডারিং করে টাকা সরিয়ে নিচ্ছেন ড. মুহাম্মদ ইউনূস, এমন অভিযোগে মামলা দায়ের করেছেন ১৮ শ্রমিক। সোমবার (২৮ আগস্ট) সকালে পাওনা মুনাফা পরিশোধের দাবিতে ঢাকার শ্রম আদালতে এই মামলা দায়ের করা হয়। মামলার শুনানি শেষে ড. ইউনূসের বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত। আগামী ১৬ অক্টোবরে মধ্যে এ মামলায় সমনের জবাব দিতে হবে ড. ইউনূসকে। এ বিষয়ে ড. ইউনূসের আইনজীবী ব্যারিস্টার মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, শুনেছি একটি মামলা সিভিল মামলা হয়েছে। তবে সমনের নোটিশ এখনো আমরা পাইনি। এদিকে শ্রম আইন লঙ্ঘনের আরেকটি অভিযোগে ড. মুহাম্মদ ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার বিচার শুরু হয়েছে। শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ২০২১ সালের ৯ সেপ্টেম্বর ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের বিরুদ্ধে মামলাটি দায়ের করে ঢাকার কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তর। ঢাকার তৃতীয় শ্রম আদালতে এ মামলা করেছিলেন কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের শ্রম পরিদর্শক আরিফুজ্জামান। যাযাদি/ এসএম
Published on: 2023-08-28 10:38:36.213955 +0200 CEST

------------ Previous News ------------