যায়যায়দিন
সাইফুল হত্যাকান্ডের পলাতক মাস্টারমাইন্ডসহ গ্রেফতার ৩

সাইফুল হত্যাকান্ডের পলাতক মাস্টারমাইন্ডসহ গ্রেফতার ৩

মাদক কারবারিদের গোপন তথ্য দেয়ায় ঢাকার কেরানীগঞ্জে ধারালো অস্ত্র দিয়ে সাইফুল ইসলাম (২৩) কে নৃশংসভাবে কুপিয়ে ও চোখ উপড়ে হত্যাকান্ডের মাস্টারমাইন্ড কালা সুমন, তুহিন ও কালা খোকন’কে মাদারীপুর ও দক্ষিন কেরানীগঞ্জ থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। শুক্রবার (৪ আগস্ট) দুপুরে র‌্যাব-১০ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দীন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গত ৩০ জুলাই দিবাগত রাতে দক্ষিণ কেরানীগঞ্জের খেজুরবাগ সাতপাখি এলাকায় সাইফুল ইসলামকে কতিপয় দুর্বৃত্তরা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে নৃশংসহভাবে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করে এবং চোখ উপড়ে ফেলে নির্মমভাবে হত্যা করে। উক্ত হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের বড় বোন বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সংবাদ প্রাপ্তির পর র‌্যাব চাঞ্চল্যকর সাইফুল হত্যাকাণ্ডের সাথে জড়িত মো. রাজন হোসেন (৩১), মো. জানে আলম (৩৬), মো. সুমন ওরফে গর্দা সুমন (২৫), মো. লিটন হোসেন (২৬), মো. দিপু (২৩), মো. সরোয়ার আকন্দ (২৬) ও মো. সজীব (২৯)’দেরকে গ্রেফতার করতে সক্ষম হলেও হত্যাকান্ডের মাস্টারমাইন্ড সুমন ওরফে কালা সুমন, তুহিন ও খোকন মাতব্বর ওরফে কালা খোকন পলাতক থেকে যায়। পলাতক আসামিদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রেখেছে র‌্যাব। এর ধারাবাহিকতায় গত ৩ আগস্ট, দিনগতরাতে র‌্যাব- ১০-এর একটি আভিযানিক দল র‌্যাব-৮ এর সাহযোগীতায় গোপন সংবাদের ভিত্তিতে মাদারীপুর ও দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর সাইফুল হত্যাকাণ্ডের সাথে জড়িত মাস্টারমাইন্ড সুমন ওরফে কালা সুমন (৩০) দেরকে গ্রেফতার করা হয়। এছাড়া একই সময় র‌্যাব-১০-এর অপর একটি আভিযানিক দল গ্রেফতারকৃত সাত আসামি ও বাদীর তথ্যমতে গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন বয়েজ ক্লাব এলাকায় অভিযান পরিচালনা করে সাইফুল হত্যাকাণ্ডের সাথে জড়িত অন্যতম মাস্টারমাইন্ড মো. খোকন মাতবর ওরফে কালা খোকন (৩৯)’কে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামিরা উক্ত হত্যাকান্ডের সাথে তাদের সরাসরি সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তারা উক্ত হত্যা মামলা রুজুর পর থেকে বিভিন্ন এলাকায় আত্মগোপনে চেষ্টা করে আসছিল। এছাড়া গ্রেফতারকৃত কালা সুমন এর বিরুদ্ধে ডাকতি, চুরি ও মাদকসহ ৫টি মামলা, তুহিন এর বিরুদ্ধে ৪টি মাদক মামলা ও কালা খোকনের বিরুদ্ধে চুরি, মাদকসহ ৫টি মামলা রয়েছে বলে জানা যায়। গ্রেফতারকৃত আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। যাযাদি/ এস
Published on: 2023-08-04 10:14:59.814051 +0200 CEST

------------ Previous News ------------