যায়যায়দিন
ফুলগাজী মুহুরী নদীর তীব্র ভাঙনে ৬ গ্রাম প্লাবিত

ফুলগাজী মুহুরী নদীর তীব্র ভাঙনে ৬ গ্রাম প্লাবিত

গত কয়েকদিনের টানা বৃষ্টি আর ভারতীয় পাহাড়ি ঢলে মুহুরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের দুটি স্থানে ভাঙ্গন দেখা দিয়েছে। আজ সোমবার ভােরে ফুলগাজীর সদর ইউনিয়নের উত্তর বরইয়া আর উত্তর দৌলতপুর গ্রামের বেড়িবাঁধের ভাঙ্গন স্থান দিয়ে পানি প্রবেশ করে ৬ গ্রাম প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে মাছের ঘের, ফসলি জমি, রোপা আমনের বীজতলা সহ মানুষের ঘরবাড়ি। মহুরী নদীর পানি বিপৎসীমার ১০০ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে । স্থানীয় গ্রামবাসী জানান, ফেনীর ফুলগাজীর সদর ইউনিয়নের উত্তর বরইয়া আর উত্তর দৌলতপুর গ্রামের বেড়িবাঁধের দুটি স্থানে ভাঙ্গনে ৬ গ্রামের মানুষ পানিবন্দি হয়েছে। ভোরে বাঁধের অংশে ভাঙ্গন দেখা দিলে স্থানীয়রা গাছ কেটে, মাটি দিয়ে ভাঙ্গন রোধের চেষ্টা করেও রুখতে পারেনি তারা । পানির প্রচন্ড বেগে বাঁধের আশপাশের উত্তর বরইয়া, বনিক পাড়া, বিজয় পুর, কিসমত বিজয়পুর, বসন্তপুর, জগতপুরসহ ৬ টি গ্রামে বানের পানি ঢুকে পড়ে। বাঁধ ভাঙ্গার জন্য পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা দের দুষছেন গ্রামবাসী পানি উন্নয়ন বোর্ড উপ সহকারী প্রকোশলী মনির আহম্মেদ জানায়, উজানের পানি আর গত কয়েকদিনের টানা বৃষ্টির কারণে নদীতে পানির চাপ বেড়ে যায়। নদীর পানি বিপৎসীমার ১০০ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। ঝুঁকিতে আছে ১২২ কিলোমিটার বাঁধের আরো বেশ কয়েকটি অংশ। বন্যা নিয়ন্ত্রণ বাঁধের গাছের শিকড় আর ইঁদুরের গর্তের জন্য বাঁধ ভেঙ্গেছে বলে জানান এই কর্মকর্তা। যাযাদি/ এস
Published on: 2023-08-07 07:09:26.688182 +0200 CEST

------------ Previous News ------------