যায়যায়দিন
ক্লাস বর্জন করে ভিসি অফিসের সামনে বুয়েট শিক্ষার্থীদের অবস্থান

ক্লাস বর্জন করে ভিসি অফিসের সামনে বুয়েট শিক্ষার্থীদের অবস্থান

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার মামলার অন্যতম আসামি আশিকুল ইসলাম বিটু ক্লাসে অংশ নেওয়ার প্রতিবাদে ও তার আজীবন বহিষ্কারের দাবিতে বুধবার ক্লাস বর্জন করেছে বুয়েট শিক্ষার্থীরা। এসময় ক্লাস বর্জন করে শিক্ষার্থীরা বুয়েট ভিসি অফিসের সামনে অবস্থান নেন। বুধবার সকাল দশটা থেকে বুয়েট শিক্ষার্থীরা ক্যাম্পাসে জড়ো হতে থাক। বেলা পৌনে এগারোটার দিকে শিক্ষার্থীরা বুয়েট ভিসি অফিসের সামনে অবস্থান নেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত শিক্ষার্থীদের বুয়েট প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিতে দেখা যায়। এসময় শিক্ষার্থীরা ছাত্ররাজনীতির ঠিকানা,এ বুয়েটে হবে না, 'হত্যাকারীর ঠিকানা , এ বুয়েটে হবে না' , 'আবারার ফাহাদের রক্ত, বৃথা যেতো দেবো না' , 'বিটু আবার ক্লাসে গেলে, ক্লাসে ফিরো যাবো না' ইত্যাদি স্লোগান দেন শিক্ষার্থীরা। এছাড়া শিক্ষার্থীদের হাতে 'No campus sharing with murderer', No place for murderer in Buet , আশিকুল ইসলাম বিটুর আজীবন বহিষ্কার চাই সহ বিভিন্ন দাবিসংবলিত বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়। উল্লেখ্য , বুয়েট কেমিকৌশল বিভাগের ২০১৬-১৭ শিক্ষার্থীদের কেমিকৌশল বিভাগের শিক্ষার্থী ছিলেম আশিকুল ইসলাম বিটু। ২০১৯ সালে আবরার ফাহাদ হত্যার প্রায় দেড়মাস পরে ২৬ জনকে আজীবন বহিষ্কার করে নোটিশ দেয় বুয়েট কর্তৃপক্ষ। সে নোটিশে কেমিকৌশল বিভাগের শিক্ষার্থী বিটুর নামও ছিলো। কিন্তু হঠাৎ করেই গত রোববার তাকে পুনরায় কেমিকৌশল এর ১৯তম ব্যাচের সঙ্গে ক্লাসে দেখা যায়। এর আগেও সে ২০২১ সালে মে মাসে আদালত থেকে স্থগিতাদেশ এনে বিভাগের মাধ্যমে ক্লাসে ফেরার চেষ্টা করে। কিন্তু তখনও শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে ক্লাসে ফিরতে পারেনি আশিকুল ইসলাম বিট। যাযাদি/ এস
Published on: 2023-08-09 08:39:48.084568 +0200 CEST

------------ Previous News ------------