যায়যায়দিন
মুন্সীগঞ্জে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সংঘর্ষ, আহত ৪

মুন্সীগঞ্জে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সংঘর্ষ, আহত ৪

মুন্সীগঞ্জে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিনের অনুষ্ঠান শেষে পূর্ব বিরোধের জের ধরে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সংঘর্ষে অন্তত ৪ জন আহত হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৯ টার দিকে মুন্সীগঞ্জ পৌরসভা কার্যালয়ের সামনের সড়কে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, মুন্সীগঞ্জ শহরের পুরনো কাচারি এলাকায় জেলা আওয়ামী কার্যালয়ে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিনের অনুষ্ঠান শেষে অদূরে মুন্সীগঞ্জ পৌরসভা কার্যালয়ের সামনে মুন্সীগঞ্জ সদর উপজেলার আওয়ামী লীগের সভাপতি আফসার উদ্দিন ভূইয়ার ছেলে সাজ্জাদ হোসেন ছানি ও তার লোকজন মুন্সীগঞ্জ পৌরসভার ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর ও মুন্সীগঞ্জ শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন সাগরের লোকজনের সাথে পূর্ব বিরোধের জের ধরে তর্কবিতর্কে জড়ায়।তর্কবিতর্কের এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পরে। এতে উভয় পক্ষের অন্তত ৪ জন আহত হয়েছে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানা আওয়ামী লীগের সভাপতি আফসার উদ্দিন ভূইয়া অভিযোগ করেন, অনুষ্ঠান শেষে যাওয়ার পথে ছাত্রলীগের কর্মীরা আমার কর্মীদের লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়ে মারে। এ বিষয়ে মুন্সীগঞ্জ শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর সাজ্জাদ হোসেন সাগর অভিযোগ করেন, মুন্সীগঞ্জ সদর থানা আওয়ামী লীগের সভাপতি আফসার উদ্দিন ভূইয়ার ছেলে সাজ্জাদ হোসেন ছানি আমার কর্মী বাবুর উপর হামলা করে এবং হাতে থাকা পিস্তল দিয়ে মাথায় আঘাত করে। এতে সে গুরুতর আহত হয়। তবে ইটপাটকেল ছুঁড়ে মারার অভিযোগ তিনি অস্বীকার করেন। এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আমিনুল ইসলাম জানান,ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে । যাযাদি/ এস
Published on: 2023-08-09 05:42:38.639447 +0200 CEST

------------ Previous News ------------