যায়যায়দিন
কুমিল্লায় পুলিশি বাধায় চরমোনাই পীরের সমাবেশ পণ্ড

কুমিল্লায় পুলিশি বাধায় চরমোনাই পীরের সমাবেশ পণ্ড

কুমিল্লার লাকসামে সমাবেশ করতে পারেনি চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন। রোববার বেলা ৩টায় লাকসাম বাইপাস হাউজিং এস্টেট এলাকায় কুমিল্লা দক্ষিণ জেলা সমাবেশ করতে চাইলে পুলিশ বাধা দেয়।সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকারের অধীনে নির্বাচন, প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্র থেকে এ কর্মসূচি দেওয়া হয়েছিল। এদিকে সমাবেশ করতে না দেওয়ায় ক্ষোভ জানিয়েছেন ইসলামী আন্দোলন কুমিল্লা জেলা সভাপতি মাওলানা নুরুদ্দীন হামিদী। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমাদের সমাবেশে প্রধান অতিথি ছিলেন দলের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। কিন্তু প্রশাসন সমাবেশ করতে না দিয়ে নাগরিক অধিকার ও বাকস্বাধীনতা কেড়ে নিয়েছে। এ বিষয়ে জানতে চাইলে লাকসাম থানার ওসি আবদুল্লাহ আল মাহফুজ বলেন, ‘যানবাহন চলাচলসহ জনজীবনে বিঘ্ন ঘটার আশঙ্কা থেকে ইসলামী আন্দোলনকে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়নি। যাযাদি/ এস
Published on: 2023-09-18 05:36:37.03823 +0200 CEST

------------ Previous News ------------