যায়যায়দিন
মুন্সীগঞ্জে ৩৬ টাকা দরে আলু বিক্রি শুরু

মুন্সীগঞ্জে ৩৬ টাকা দরে আলু বিক্রি শুরু

দেশে আলুর দাম নিয়ে নৈরাজ্য দূরীকরণে এবার নতুন উদ্যোগ নিয়েছে মুন্সীগঞ্জ জেলা প্রশাসন এবং আলু চাষী ও ব্যবসায়ী সমিতি। জেলা প্রশাসনের তত্বাবধানে এ সমিতি ভ্রাম্যমান ট্রাকের মাধ্যমে সরকার নির্ধারিত ৩৬টাকা মূল্যে ভোক্তা পর্যায়ে আলু বিক্রিতে চালু করেছে ট্রাকসেল কর্মসূচি। বৃহস্পতিবার বিকেলে জেলার কালেক্টর মাঠে প্রাঙ্গনে এ কর্মসূচির উদ্ধোধন করেন জেলা প্রশাসক মো: আবু জাফর রিপন। বিকেল থেকে ১০ টি ট্রাকের মাধ্যমে ৩৬ টাকা প্রতি কেজি দরে মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে ভোক্তা পর্যায়ে সরাসরি আলু বিক্রি শুরু হয়েছে। সরকার নির্ধারিত কেজি প্রতি ৩৬ টাকা মূল্যে এই আলু বিক্রি হচ্ছে। এদিন বিক্রির জন্য ৭টি ট্রাকে ১৫টন আলু নিয়ে আসে ব্যবসায়ীরা। উদ্ধোধনে পরে তা ভোক্তা- ক্রেতাদের বিক্রি করা হয়। ৫কেজি প্যাকেট আলু ক্রেতারা কিনে নেয় ক্রেতরা। এছাড়া বাজারে আলুর সরবরাহ স্বাভাবিক করার জন্য কোল্ড স্টোরেজ থেকে ৫৬ হাজার বস্তা আলু ইতোমধ্যে বাজারজাতকরণ করা হয়েছে। মুন্সীগঞ্জের সকল উপজেলায় ক্রমান্বয়ে ট্রাকের মাধ্যমে সরকার নির্ধারিত মূল্যে আলু বিক্রির মাধ্যমে বাজার পরিস্থিতি স্বাভাবিক করার উদ্যোগ নেয়া হয়েছে। আলু চাষী ও ব্যবসায়ী সমিতির সভাপতি দেলোয়ার হোসেন জানান, আলু উচ্চমূল্য নিয়ন্ত্রন ও ভোক্তাদের সুবিধার জন্য এ কর্মসূচি উদ্ধোধন করা হয়। এখন থেকে জেলার হিমাগার হতে ট্রাকে করে সরাসরি ভোক্তা পর্যায়ে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি হবে আলু।বাজার পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত একার্যক্রম চলবে। দিনে দৈনিক ৪০টন বিক্রির টার্গেট থাকবে। জেলার প্রতিটি বাজারে পৌছে যাবে আলু ভর্তি ট্রাক। প্রয়োজন অনুযায়ী সকল ভোক্তা ট্রাকসেল কার্যক্রম থেকে পরিমিত হারে আলু ক্রয় করতে পারবে। এ ব্যাপারে জেলা প্রশাসক মো: আবুজাফর রিপন জানান, গতকয়েকদিন ধরে আলুর বাজারে অস্থিরতা তৈরি হয়েছিল । যেটি নিরসনের জন্য মাঠে তৎপরতা চালিয়ে যাচ্ছিলো জেলা প্রশাসন । প্রশাসনের তৎপরতার কারণে আলুর দামের উর্ধ্বগতি রোধ হয়েছে। সরকার নির্ধারিত দামে সর্বক্ষেত্রে আলু বিক্রি নিশ্চিত না হওয়া পর্যন্ত প্রশাসনের অভিযান তৎপরত চলবে । নতুন উদ্যোগ নেওয়া ট্রাকসেল একার্যক্রমে মাধ্যমে স্বস্তি আসবে ক্রেতাদের মাঝে, আর রোধ হবে অসাধু ব্যবসায়ীদের তৎপরতা। প্রথমে শহরে ও পর্যাক্রমে পুরো জেলায় চালু হবে এ ট্রাকসেল কর্মসূচি। তিনি আরও জানান, এর পাশাপাশি পাইকারি ও খুচরা পর্যায়ে বাজারে আলু বিক্রির বিষয়টি সরকারের নির্ধারিত দামে হচ্ছে কিনা এ বিষয়ে সকল উপজেলায় যথাযথ নজরদারি করা হচ্ছে। যাযাদি/ এস
Published on: 2023-09-22 07:01:46.164597 +0200 CEST

------------ Previous News ------------