যায়যায়দিন
শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নিয়োগ ও নতুন মন্ত্রিসভা গঠনে রাষ্ট্রপতির সম্মতি

শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নিয়োগ ও নতুন মন্ত্রিসভা গঠনে রাষ্ট্রপতির সম্মতি

বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনাকে নিয়োগ করে তার নেতৃত্বে নতুন মন্ত্রিসভা গঠনে সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। বুধবার (১০ জানুয়ারি) মন্ত্রীপরিষদ বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি সংবিধানের ৫৬ অনুচ্ছেদের (৩) দফা অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন সংসদ-সদস্য শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী পদে নিয়োগের সিদ্ধান্ত প্রদান করেছেন এবং তার নেতৃত্বে নতুন মন্ত্রিসভা গঠনের জন্য সম্মতি জ্ঞাপন করেছেন। 'নতুন মন্ত্রিসভা গঠনের সঙ্গে সঙ্গে বর্তমান মন্ত্রিসভা ভেঙে দেওয়া হয়েছে বলে গণ্য হবে,' বলা হয় প্রজ্ঞাপনে। এর আগে এদিন সকালে শেখ হাসিনা টানা চতুর্থবারের মতো সর্বসম্মতিক্রমে আওয়ামী লীগের সংসদীয় নেতা নির্বাচিত হন। শপথ অনুষ্ঠানের পর জাতীয় সংসদের লেভেল-৯-এ অনুষ্ঠিত আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে গণমাধ্যমকে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। একই বৈঠকে ড. শিরীন শারমিন চৌধুরীকে স্পিকার নির্বাচিত করার জন্য মনোনীত করা হয়। শামসুল হক টুকু ডেপুটি স্পিকার পদে পুনঃনির্বাচিত হওয়ার জন্য মনোনীত হন। বেগম মতিয়া চৌধুরীকে সংসদ উপনেতা করার সিদ্ধান্তও নিয়েছে আওয়ামী লীগ। যাযাদি/এসএস
Published on: 2024-01-10 14:13:34.542792 +0100 CET

------------ Previous News ------------