যায়যায়দিন
দেশের কল্যাণে সংবাদ প্রকাশে যায়যায়দিন পিছপা হয় না : কাজী রুকুনউদ্দীন আহমেদ

দেশের কল্যাণে সংবাদ প্রকাশে যায়যায়দিন পিছপা হয় না : কাজী রুকুনউদ্দীন আহমেদ

দৈনিক যায়যায়দিনের ভারপ্রাপ্ত সম্পাদক কাজী রুকুনউদ্দীন আহমেদ বলেছেন, 'দেশের কল্যাণে যেকোনো সংবাদ প্রকাশ করতে যায়যায়দিন পিছপা হয়না। আমরা মানুষের পাশে দাঁড়াতে চাই। মানুষের কথা বলতে চাই। তথ্য প্রমাণ থাকলে দেশের স্বার্থে, মানুষের স্বার্থে যেকোনো সংবাদ প্রকাশ করব।' শুক্রবার (১৯ জানুয়ারি) দুপুরে যায়যায়দিনের চট্টগ্রাম অফিসে প্রতিনিধি সমাবেশে তিনি এ সব কথা বলেন। কাজী রুকুনউদ্দীন আহমেদ প্রতিনিধিদের উদ্দ্যেশে বলেন, 'সঠিক সংবাদ সব সময় অফিসে পাঠাবেন। সংবাদ যা, তাই লিখতে হবে। এতে কোনো কিছু সংযোজন-বিয়োজন করা যাবে না। আমরা মানুষের পাশে দাঁড়াতে চাই। মানুষের কথা বলতে চাই। সামাবেশে উপস্থিত ছিলেন, এইচআরসি গ্রুপের ডাইরেক্টর ইদ্রিস আলী, ম্যানেজার, বিজনেস ডেভেলপমেন্ট নূরুল হক, সার্কুলেশন ম্যানেজার বিল্লাল হোসেন, চট্টগ্রাম অফিসের বিশেষ প্রতিনিধি সনজীব নাথ, সিনিয়র রিপোর্টার নুর উদ্দিন সাগর, মিরসরাই প্রতিনিধি ইকবাল হোসেন জীবনসহ চট্টগ্রাম জেলার উপজেলার প্রতিনিধিরা। অনুষ্ঠানে প্রয়াত সাংবাদিক যায়যায়দিনের সাবেক চট্টগ্রাম জেলার ব্যুরো প্রধান মরহুম হেলাল উদ্দিনের জন্য দোয়া ও স্মৃতিচারণমূলক আলাপচারিতা করেন প্রতিনিধিরা। যাযাদি/ এস
Published on: 2024-01-19 10:27:02.904644 +0100 CET

------------ Previous News ------------