যায়যায়দিন
জাতীয় সংসদের হুইপ হচ্ছেন মাশরাফি

জাতীয় সংসদের হুইপ হচ্ছেন মাশরাফি

বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজা দ্বাদশ জাতীয় সংসদের হুইপ হচ্ছেন। সোমবার (২২ জানুয়ারি) জাতীয় সংসদ সচিবালয় সূত্রে এ কথ্য জানা গেছে ৷ মাশরাফি ছাড়া হুইপ হিসেবে আরও চারজন নিয়োগ পেতে পারেন বলেও সূত্রটি থেকে জানা যায়। তারা হলেন- ইকবালুর রহিম, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, নজরুল ইসলাম বাবু ও সাইমুম সরওয়ার কমল। ইকবালুর রহিম ও আবু সাঈদ আল মাহমুদ স্বপন একাদশ সংসদেও হুইপ ছিলেন। এর আগে গত ১০ জানুয়ারি সংসদ সদস্যদের শপথের পর আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় চিফ হুইপ পদে নূর-ই আলম চৌধুরীকে (লিটন) মনোনীত করা হয়। তিনি একাদশ সংসদেও চিফ হুইপ ছিলেন। সূত্র জানায়, চিফ হুইপসহ হুইপ নিয়োগের ফাইল প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়েছে। সেখান থেকে সম্মতি পেলে রাষ্ট্রপতি চিফ হুইপসহ হুইপদের নিয়োগ দেবেন। পরে প্রজ্ঞাপন জারি করা হবে। যাযাদি/এসএস
Published on: 2024-01-22 15:50:04.203034 +0100 CET

------------ Previous News ------------