যায়যায়দিন
অচিরেই বিএনপিকে নিষিদ্ধ করা হবে : পরশ

অচিরেই বিএনপিকে নিষিদ্ধ করা হবে : পরশ

আওয়ামীলীগ কোনো অবৈধ ক্ষমতা দখলকারী দল নয়, এ দেশের মাটি ও মানুষের দল। অচিরেই বিএনপিকে নিষিদ্ধ করা হবে। যারা যুদ্ধাপরাধীদের দোসর হিসেবে কাজ করে তাদের নির্বাচনে আসার দরকার নেই। তারা পাকিস্তান চলে যাক। মঙ্গলবার সন্ধ্যায় হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার মধ্য বাজারে হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলীর পথসভায় নৌকায় ভোট চেয়ে নেতা কর্মীদের উদ্দেশ্য করে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এ কথা বলেন। এ সময় তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মাহবুব আলীকে বিপুল ভোটে বিজয়ী করতে যুবলীগসহ সব দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেন। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী বলেন, আওয়ামী লীগের দুঃসময়ে যুবলীগ সামনের সারিতে থেকে ভূমিকা পালন করেছে। আজকেও সব আন্দোলন সংগ্রামে যুবলীগ নেতৃত্ব দিচ্ছে। যুবলীগের নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভ্যানগার্ড হিসেবে কাজ করছে। সারা দেশে তারা নৌকার বিজয় নিশ্চিত করতে কাজ করছে। পথ সভায় উপস্থিত ছিলেন- অ্যাডভোকেট নিগার সুলতানা যোথী, ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুবলীগ সভাপতি মো. ইসমাইল হোসেন, কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সম্পাদক রফিকুল আলম সৈকত জোয়ারদার, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রকি, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আব্দুল মুকিত চৌধুরী, উপ-তথ্য ও গবেষণা সম্পাদক শেখ মিছির আলী, উপ-সাংস্কৃতিক সম্পাদক ফজলে রাব্বী স্মরণ, উপ-মহিলা সম্পাদক সানজিদা খানম, কেন্দ্রীয় সদস্য এডভোকেট রাজেন চৌধুরী, এডভোকেট সৌরভ, নূর মিয়া, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরী, যুগ্ম সম্পাদক ও হবিগঞ্জ পৌর মেয়র আতাউর রহমান সেলিম, জাকির হোসেন চৌধুরী অসীম, সাংগঠনিক সম্পাদক নূর উদ্দিন চৌধুরী বুলবুল, চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, জেলা যুবলীগের সভাপতি আবুল কাসেম চৌধুরী, সাধারণ সম্পাদক মঈন উদ্দিন চৌধুরী সুমন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার আলী, যুগ্ম সম্পাদক ও পৌর মেয়র সাইফুল আলম রুবেল, উপজেলা যুবলীগের সভাপতি আলহাজ্ব লুৎফুর রহমান চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মানিক সরকার, আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজু, নিপেন পাল, ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রিপন, সাধারণ সম্পাদক কে এম আনোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক জিল্লুল কাদির লস্কর রিমন, সাংগঠনিক সম্পাদক সারোয়ার আলম আজাদ, আতাউর রহমান মিলন, নূরুল ইসলাম কবির, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক শেখ জামালসহ আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবকলীগ, তাঁতীলীগ ও ছাত্রলীগের নেতারা। যাযাদি/ এস
Published on: 2024-01-03 08:17:28.263853 +0100 CET

------------ Previous News ------------