যায়যায়দিন
রাজধানীর গোপীবাগে ট্রেনে ভয়াবহ আগুন : নিহত ৫

রাজধানীর গোপীবাগে ট্রেনে ভয়াবহ আগুন : নিহত ৫

এবার রাজধানীর গোপীবাগে ট্রেনে লাগা আগুনে অন্তত চারজন নিহত হয়েছেন। বেনাপোল এক্সপ্রেস ট্রেনটিতে আগুন লাগার ঘণ্টাখানেক আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। সংস্থাটি প্রথমে একজনের মরদেহ উদ্ধারের কথা জানালেও পরে আরও চারজন নিহতের খবর দেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাঈন উদ্দিন। শুক্রবার (৫ জানুয়ারি) রাত ১০টা ২২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসার তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আবু তালহা বিন জসিম। এর আগে বেনাপোল থেকে যাত্রী নিয়ে ঢাকায় আসছিল ট্রেনটি। কমলাপুর রেলস্টেশনে পৌঁছানোর অল্প কিছুক্ষণ আগে রাত ৯টার দিকে ট্রেনটিতে আগুন লাগে। সৈয়দ ফায়েজ আহমেদ নামে এক প্রত্যক্ষদর্শী জানান, আগুন কয়েকটি বগিতে ছড়িয়ে পড়েছিল। ঘটনার পরপরই এলাকাবাসী যে যার মতো করে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। সিভিল ডিফেন্স অধিদফতরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানিয়েছেন, রাত ৯টা ৫ মিনিটে রাজধানীর গোপীবাগ এলাকায় বেনাপোল এক্সপ্রেস নামে একটি ট্রেনে আগুন লাগার খবর আসে। তাৎক্ষণিকভাবে আমাদের ৪টি ইউনিট ঘটনাস্থলের দিকে রওনা দেয়। পরে আরও তিনটি ইউনিট বাড়ানো হয়। ফায়ার সার্ভিসের মোট সাতটি ইউনিটের চেষ্টায় রাত ১০টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
Published on: 2024-01-05 19:07:01.530495 +0100 CET

------------ Previous News ------------