যায়যায়দিন
উপস্থিতি কম-বেশি জানি না, ইসির কাজ নির্বাচন আয়োজন করা: সিইসি

উপস্থিতি কম-বেশি জানি না, ইসির কাজ নির্বাচন আয়োজন করা: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল বলেছেন, ভোটারের উপস্থিতি কম নাকি বেশি সেগুলোর আমি কিছুই জানি না। আমি এসে আমার ভোটটা দিয়ে গেলাম। ইসির কাজটা হচ্ছে ভোট আয়োজন করা। কেউ ভোট দিতে আসবেন কি আসবেন না সেটা দেখা আমাদের কাজ নয়। রোববার সকাল ৮টা ৪০ মিনিটের দিকে রাজধানীর শান্তিনগরে হাবীবুল্লাহ্ বাহার ডিগ্রি কলেজ কেন্দ্রে ভোট দিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। কাজী হাবিবুল আউয়াল বলেন, আজকে ভোট শুরু হয়েছে, ভালো লাগছে। পাঁচ বছর পর পর জাতীয় সংসদের এই ভোটটি হয় সবার সমন্বিত প্রচেষ্টায়, সহযোগিতায়। আপনারা (সাংবাদিক) আমাদেরকে সহযোগিতা করে থাকেন। তিনি বলেন, আমি আপনাদের অনুরোধ করব ভোটের দৃশ্যমানতা ও স্বচ্ছতা যতটা তুলে ধরা যায়। ভোট নিয়ে যদি মানুষের মধ্যে কোনো অনাস্থা থাকে, সেই অনাস্থা যেন ক্রমান্বয়ে কেটে যায়। চলমান সহিংসতার কারণে ভোটার উপস্থিতি কম বলে মনে করছেন কি না এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, আমি সেগুলো নিয়ে চিন্তা-ভাবনা করি না। আমার কাজ হচ্ছে ভোট আয়োজন করা। কে ভোট দিতে আসবেন কে আসবেন না; সহিংসতা হবে কি হবে না, এ বিষয়টি আমাদের আইনশৃঙ্খলা বাহিনী দেখবেন। তিনি বলেন, সকলের সহযোগিতা ও প্রচেষ্টায় ভোট সম্পন্ন করা হয়। আপনারা সহযোগিতা করে থাকেন। আমি আপনাদের অনুরোধ করব ভোটের দৃশ্যমান ও স্বচ্ছতা যতটা তুলে ধরা যায়। ভোট নিয়ে যদি কোন মানুষের মধ্যে অনাস্থা থাকে, সেটা যেন ক্রমান্বয়ে কেটে যায় এ প্রত্যাশা ব্যক্ত করে আমি সকলের শুভ কামনা জানাচ্ছি। যাযাদি/ এসএম
Published on: 2024-01-07 05:57:03.959661 +0100 CET

------------ Previous News ------------