যায়যায়দিন
বিসিবির নতুন প্রধান নির্বাচক লিপু

বিসিবির নতুন প্রধান নির্বাচক লিপু

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপুকে। ২০১৬ সালে ফারুক আহমেদ দায়িত্ব ছাড়লে মিনহাজুল আবেদিন নান্নু জাতীয় দলের প্রধান নির্বাচক হন। এরপর বারকয়েক মেয়াদ বেড়েছে তার। প্রায় আটটি বছর ছিলেন এই দায়িত্বে। নান্নুর মেয়াদে জাতীয় দলের অনেক সাফল্য আছে। তবে দীর্ঘদিন প্রধান নির্বাচকের পদে একই ব্যক্তি থাকায় সমালোচনাও কম ছিল না। অবশেষে নান্নু অধ্যায়ের পরিসমাপ্তি ঘটলো। এদিকে নির্বাচক প্যানেল থেকে বাদ পড়েছেন হাবিবুল বাশারও। তবে টিকে গেছেন আব্দুর রাজ্জাক। তার সঙ্গে প্যানেলে যুক্ত হয়েছেন জাতীয় দলের সাবেক ওপেনার হান্নান সরকার। যাযাদি/এসএস
Published on: 2024-02-12 15:42:05.833643 +0100 CET

------------ Previous News ------------