যায়যায়দিন
মিয়ানমারের ৯৫ সীমান্তরক্ষী পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে

মিয়ানমারের ৯৫ সীমান্তরক্ষী পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে

মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘর্ষের জেরে এখন পর্যন্ত দেশটির সীমান্তরক্ষী বাহিনী- বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ৯৫ জন সদস্য অস্ত্রসহ বাংলাদেশে পালিয়ে এসেছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদেরকে নিরস্ত্রীকরণ করে নিরাপদ আশ্রয়ে নিয়েছে। সোমবার (৫ ফেব্রুয়ারি) বিজিবি বিষয়টি নিশ্চিত করেছে। আশ্রয় নেয়াদের বিষয়ে পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে বলেও জানা গেছে। এর আগে, রোববার (৪ ফেব্রুয়ারি) সকালে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর ১৪ জন সদস্য পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেয়। পরে সীমান্ত পেরিয়ে পালিয়ে আসে আরও ৫ জন। সবমিলিয়ে এ পর্যন্ত দেশটির সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে ৯৫ জন। যাদের মধ্যে বেশ কয়েকজন গুলিবিদ্ধ বলেও জানা গেছে। এদিকে, রোববার গণমাধ্যমকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানান, মিয়ানমার পুলিশের যারা আশ্রয় নিয়েছেন তাদের দ্রুত ফেরত পাঠানোর উদ্যোগ নেয়া হবে। তিনি বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে মিয়ানমারের সাথে যোগাযোগ চলছে। যাতে তারা এদেরকে (আশ্রয় নেয়া সীমান্তরক্ষী) নিয়ে যান। যাযাদি/ এস
Published on: 2024-02-05 05:13:37.467094 +0100 CET

------------ Previous News ------------