যায়যায়দিন
টেকনাফ সীমান্ত দিয়ে ফের ঢুকলো ৬৩ মিয়ানমার সীমান্তরক্ষী

টেকনাফ সীমান্ত দিয়ে ফের ঢুকলো ৬৩ মিয়ানমার সীমান্তরক্ষী

মিয়ানমার থেকে ফের পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে সে দেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) -এর আরও ৬৩ সদস্য। এর আগে গত চারদিনে আরো ২৬৪ জন মিয়ানমার সেনাসহ বিজিপি সদস্য আশ্রয়ে রয়েছেন। আজ বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে টেকনাফের হোয়াইক্যংয়ের উত্তর কোনাপাড়া সীমান্ত দিয়ে বাংলাদেশে আশ্রয় নেয় বলে জানিয়েছেন টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মহিউদ্দিন আহমেদ। এসময় তিনি বলেন, আমরা ৬৩ মিয়ানমার বিজিপিকে আমাদের হেফাজতে নিয়েছি। এরা সবাই বিজিপি সদস্য কি-না এমন প্রশ্নের জবাবে অধিনায়ক বলেন, ভাষা সমস্যাসহ নানা কারণে আমরা পরিপূর্ণ পরিচয় নিশ্চিত হতে পারিনি। তবে যেটুকু তথ্য সংগ্রহ করেছি তাতে সকলেই মিয়ানমারের বর্ডার পুলিশের সঙ্গে যুক্ত। তিনি আরো বলেন, জনগণের জানমাল ও সীমান্ত নিরাপত্তায় বিজিবি বদ্ধপরিকর।' এদিকে মিয়ানমারের বিদ্রোহী দল আরাকান আর্মির সঙ্গে সংঘর্ষের মধ্যে দেশটির সীমান্তরক্ষী বাহিনীর (বর্ডার গার্ড পুলিশ-বিজিপি) আজকেও ৬৩ জন সদস্য পালিয়ে আশ্রয় নিয়েছেন বাংলাদেশে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদেরকে নিরস্ত্রীকরণ করে নিরাপদ আশ্রয়ে নেয়া হয়েছে বলে জানায় বিজিবির তথ্য অফিসার শরিফুল ইসলাম। তিনি বলেন, এ পর্যন্ত ৩২৭ জন বিজিপি বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এ ব্যাপারে পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে। যাযাদি/ এসএম
Published on: 2024-02-07 10:28:36.57578 +0100 CET

------------ Previous News ------------