যায়যায়দিন
ওয়ারীতে রেস্টুরেন্টের বিরুদ্ধে অভিযানে পুলিশ

ওয়ারীতে রেস্টুরেন্টের বিরুদ্ধে অভিযানে পুলিশ

ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশের ওয়ারী বিভাগের আওতাধীন বিভিন্ন আবাসিক ভবনে থাকা রেস্টুরেন্টের বিরুদ্ধে অভিযান শুরু করেছে পুলিশ। সোমবার (৪ মার্চ) বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে এ অভিযান শুরু হয়। অভিযানে নেতৃত্ব দিচ্ছেন ওয়ারী বিভাগের উপ-কমিশনার মো. ইকবাল হোসাইন। তিনি জানান, অবহেলা, তাচ্ছিল্যও বিপদজ্জনকভাবে গ্যাস সিলিন্ডার ব্যবহার করে যারা আবাসিক ভবনে রেস্টুরেন্ট করেছেন তাদের বিরুদ্ধে অভিযান চলবে। অভিযানের শুরুতে তারা র্যাংকিং স্ট্রিটের ‘আই লাভ মেজ্জান’ রেস্টুরেন্ট পরিদর্শন করেন। সেখানে রেস্টুরেন্টের ভেতরে কিচেন দেখা যায়। কিচেনের পাশে এক্সিট পথ থাকলেও সেটি বন্ধ পাওয়া গেছে এবং সেই পথে বিভিন্ন মালামাল রেখে প্রতিবন্ধকতা তৈরি করে রাখা হয়েছে। রাজধানীর বেইলি রোডে রেস্টুরেন্ট থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় ৪৬ জনের প্রাণহানির পর নড়েচড়ে বসে সরকারের বিভিন্ন দপ্তর। এরই ধারাবাহিকতায় গত কয়েকদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান শুরু করে ঢাকা সিটি করপোরেশন, রাজউক ও ঢাকা মহানগর পুলিশের একাধিক টিম। যাযাদি/এসএস
Published on: 2024-03-04 11:54:16.166307 +0100 CET

------------ Previous News ------------