কালের কণ্ঠ
খুলনায় পাটকলে আগুন, নিয়ন্ত্রণে ১৬ ইউনিট

খুলনায় পাটকলে আগুন, নিয়ন্ত্রণে ১৬ ইউনিট

খুলনার রূপসায় বেসরকারি পাটকল সালাম জুট মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৩ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে রূপসা উপজেলার জাবুসা এলাকার পাটকলটিতে আগুন লাগে। রাত পৌনে ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট কাজ করছিল। তাদের সঙ্গে নৌবাহিনীর দুটি ইউনিট ও স্থানীয় লোকজনও আগুন নেভানোর কাজ করে। খুলনা ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের দায়িত্বে থাকা মো. আব্দুল কাদির বলেন, বিকেল ৫টা ৩৮ মিনিটে আগুন লাগার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট ঘটনাস্থলে যায়। আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে। বিস্তারিত পরে জানানো যাবে। সালাম জুট মিলের কর্মকর্তা শেখ হাফিজুর রহমান জানান, ২০১৩ সালের দিকে পাটকলটি চালু হয়। এটি খুলনার অভিজাত ক্যাসেল সালাম হোটেলের মালিক এম এ সালামের মালিকানাধীন প্রতিষ্ঠান। এখানে রপ্তানিযোগ্য পাটসুতা ও পণ্য উৎপাদন করা হয়। দু-এক দিনের মধ্যে বিদেশে রপ্তানির জন্য মিলের গুদামে সাড়ে ৭০০ টন পাটজাত পণ্য ও প্রায় ৩৬ হাজার টনের মতো কাঁচা পাট মজুদ করা ছিল। আগুনে বেশির ভাগ পাট ও পাটপণ্য পুড়ে গেছে। এতে প্রায় ১২৫ কোটি টাকার ক্ষতি হয়েছে। শেখ হাফিজুর রহমান আরো বলেন, মিলটিতে প্রায় ৪৫০ শ্রমিক কাজ করেন। ঈদ ের আগমুহূর্তে এ ঘটনায় তাঁরা বিপদের মধ্যে পড়েছেন। সর্বশেষ কী অবস্থা দাঁড়ায়, বলা মুশকিল। অন্যদিকে ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফারুক হোসেন সিকদার সাংবাদিকদের জানান, বিকেল সাড়ে ৫টার দিকে আগুন লাগার খবর পেয়ে খুলনার বয়রা, রূপসা ও বাগেরহাটের ফকিরহাট উপজেলা থেকে ১৬টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুন না নেভা পর্যন্ত অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে কিছু বলা যাচ্ছে না।
Published on: 2024-04-03 19:05:06.741735 +0200 CEST

------------ Previous News ------------